Bamakhyapa Release Date Postpond

টালিগঞ্জে গুঞ্জন, হঠাৎ নাকি পিছিয়ে যাচ্ছে সায়ন্তন ঘোষালের আগামী ছবির মুক্তির তারিখ!

‘বামাক্ষ্যাপা’র শুটিং শুরু সম্ভবত জুলাইয়ের শেষ দিকে। প্রযোজনা সংস্থার ঘোষণা ছিল, কালীপুজোয় মুক্তি পাবে ছবি। সেই তারিখ কি পিছিয়ে যাচ্ছে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ১৫:১৫
Share:

সব্যসাচী চৌধুরী অভিনীত ‘বামাক্ষ্যাপা’র মুক্তির তারিখ পিছিয়ে দিচ্ছেন সায়ন্তন ঘোষাল? ছবি: সংগৃহীত।

রহস্য-রোমাঞ্চ ছবির কথা উঠলেই চর্চায় পরিচালক সায়ন্তন ঘোষাল। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর দুটো ছবি— ‘রবীন্দ্র কাব্য রহস্য’, ‘ম্যাডাম সেনগুপ্ত’। নিজের ঘরানা বদলে সেই পরিচালক বানাতে চলেছেন সাধক বামাক্ষ্যাপার জীবনীছবি। ছবি ঘোষণার সঙ্গে সঙ্গে এও- জানিয়েছিলেন, সব ঠিক থাকলে কালীপুজোয় মুক্তি পাবে সেই ছবি। এ দিকে জোর গুঞ্জন, পরিচালকের ছবিমুক্তি নাকি পিছিয়ে যাচ্ছে বিশেষ কারণে! কালীপুজোর দিন মুক্তি না-ও পেতে পারে ‘বামাক্ষ্যাপা’।

Advertisement

কেন পিছোচ্ছে সাধকের জীবনীছবি? পরিচালকের কাছে প্রশ্ন রেখেছিল আনন্দবাজার ডট কম। বিস্মিত সায়ন্তন বলেছেন, “কে বলেছে আমার ছবি পিছোবে? কেনই বা পিছোবে? আমি কিছুই জানি না!” তাঁর দাবি, সবটাই ভুয়ো। মিথ্যে রটনা ছড়ানো হয়েছে। নির্দিষ্ট তারিখ মেনে জুলাইয়ের শেষ বা অগস্টের প্রথম দিকে শুটিং শুরু হবে। শুটিং হবে বোলপুরে, সেট তৈরি করে। “পর্দায় সাধকের সময়কাল দেখানো হবে। কিন্তু তারাপীঠ, সেখানকার শ্মশান— সব বদলে গিয়েছে। ফলে, সেট তৈরি করে সেখানে শুটিং হবে। সেটে মন্দিরও তৈরি করা হবে।”

তার পরেই জানিয়েছেন ‘তারা মায়ের ভূমিকায় যিনি অভিনয় করবেন তাঁর নাম। দেবীর চরিত্রে পরিচালকের পছন্দ পায়েল দে। “পায়েল বিভিন্ন ধারাবাহিকে একাধিক বার দেবী হয়েছেন। ওঁকে এই বিশেষ ভূমিকায় মানায় ভাল।” এ ছাড়া, সাধকের বাবার চরিত্রে অভিনয় করবেন সাহেব চট্টোপাধ্যায়। যিনি অল্প বয়সে মারা যান। এ ছাড়া, ছবিতে তিনি সাধকের কণ্ঠের সমস্ত শ্যামাসঙ্গীতও গাইবেন। এ খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার ডট কম।

Advertisement

সাধকের চরিত্রে অভিনয় করবেন ছোট পর্দার ‘বামাক্ষ্যাপা’ সব্যসাচী চৌধুরী। তিনি শুক্রবার এসেছিলেন সায়ন্তনের ‘ম্যাডাম সেনগুপ্ত’-এর বিশেষ প্রদর্শনীতে। আনন্দবাজার ডট কমকে জানান, আপাতত চরিত্রে মন দিয়েছেন। আবার লম্বা চুল, দাড়ি-গোঁফ রাখছেন। “অন্য ধারাবাহিক, ছবি বা সিরিজ় করছি না। তা হলে চরিত্রে মন দিতে পারব না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement