Prajapati 2 Updates

পর্দায় আবার দেব-ইধিকার জমজমাট প্রেম! জানেন, ‘প্রজাপতি ২’-এ নায়িকার শেষ পরিণতি কী?

এও শোনা যাচ্ছে, নায়িকা নাকি ছবিতে দ্বিতীয় নায়িকা হয়ে ধরা দিতে চলেছেন!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ২০:৪৪
Share:

ইধিকা পাল আর দেব আবার রোমান্সে মাতবেন? ছবি: সংগৃহীত।

তিনি লন্ডনে যাননি তো কী! পর্দায় দেবের সঙ্গে ইধিকা পালের দ্বিতীয় বারের রোমান্স দর্শক দেখবে ‘প্রজাপতি ২’ ছবিতে। এ খবর আনন্দবাজার ডট কম প্রথম দিয়েছিল। এ বার তাতে নতুন সংযোজন, ছবিতে ইধিকাও নাকি নায়িকা। তাঁর অংশের শুটিং হবে কলকাতার বুকে।

Advertisement

টানা ১৮ দিনের শুটিংয়ের পর একে একে কলকাতায় ফিরছে ‘প্রজাপতি ২’-এর টিম। দিন দুই আগে হাসিমুখে কলকাতা বিমানবন্দরে ক্যামেরার সামনে পোজ় দিয়েছেন ছবির পরিচালক অভিজিৎ সেন। কলকাতার ছবিশিকারিদের জানিয়েছেন, টানা এতগুলো দিন সকলে মিলে বিদেশে দুর্দান্ত সময় কাটিয়েছেন। এক দিকে, মন দিয়ে শুটিং। অন্য দিকে, অবসরে লন্ডন ভ্রমণ। সব মিলিয়ে মনে রাখার মতোই সফর। খবর, সোমবার ২১ জুলাই কলকাতায় ফিরছেন দেব। তিনি মা-বাবাকে নিয়ে বাড়তি দুটো দিন বিদেশে ঘুরেছেন। এও জানা গিয়েছে, হয়তো কয়েক দিন অবসর নিয়ে ফের ক্যামেরার মুখোমুখি হবেন সবাই।

এর মাঝেই গুঞ্জন, বিদেশের মাটিতে ছোট পর্দার নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডুর সঙ্গে রোমান্সের পর কলকাতায় নায়কের সঙ্গী ইধিকা। কিন্তু তিনি নাকি এই ছবিতে দ্বিতীয় নায়িকা! এখানেই শেষ নয়। এও শোনা গিয়েছে, চিত্রনাট্যের খাতিরে ইধিকা অভিনীত চরিত্রটি সম্ভবত শেষ পর্যন্ত নাও থাকতে পারেন। অর্থাৎ, দেবের সঙ্গে তাঁর বিয়োগান্তক পরিণতি! এই খবর টলিপাড়ায় ছড়িয়ে পড়তেই বিস্মিত অনেকে।

Advertisement

দেব-শাকিব খান-সোহম চক্রবর্তীর মতো নায়ক যাঁর বিপরীতে পর্দায়, তাঁর পরিণতি শেষে বিয়োগান্তক?

যদিও এ রকমই কিছু ছবিতে ঘটবে কি না সে বিষয়ে এখনও মুখ খোলেননি নায়ক দেব, পরিচালক অভিজিৎ, প্রযোজক অতনু রায়চৌধুরী। টুঁ শব্দ করছেন না নায়িকা নিজেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement