Javed Akhtar

কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলার বয়ান রেকর্ড করলেন জাভেদ আখতার

আদালতে এই মামলার শুনানি হবে ১৯ ডিসেম্বর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০ ১৮:২১
Share:

জাভেদ আখতার ও কঙ্গনা রানাউত।

কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন গত মাসে। বৃহস্পতিবার তাঁর আইনজীবীর মাধ্যমে বয়ান করলেন রেকর্ড গীতিকার জাভেদ আখতার। মুম্বইয়ের আন্ধেরির মেট্রোপলিটন কোর্টে অভিযোগের সত্যতা যাচাই করার জন্য তাঁর বয়ান রেকর্ড করা হল।

Advertisement

ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেছিলেন জাভেদ। অভিযোগ ছিল, অভিনেত্রী কঙ্গনা রানাউত টেলিভিশনে ক্রমাগত জাভেদের নামে অপমানসূচক ও ভিত্তিহীন মন্তব্য করেছেন। এতে প্রবীণ কবি ও গীতিকার জাভেদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য বলিউডের একাধিক প্রভাবশালী মানুষের দিকে আঙুল তুলেছিলেন অভিনেত্রী। সে প্রসঙ্গে এসেছিল জাভেদের নামও। এ ছাড়া কঙ্গনা অভিযোগ করেছিলেন যে, জাভেদ তাঁকে হুমকি দিয়েছিলেন যেন হৃতিক রোশনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ না খোলেন তিনি। জাভেদের দাবি, এ সব অভিযোগ ‘মিথ্যে’ এবং দ্রুত কঙ্গনার বিরুদ্ধে পদক্ষেপ করা হোক। আদালতে এই মামলার শুনানি হবে ১৯ ডিসেম্বর।

আরও পড়ুন: আমি যাই করি, যাই পরি, লোকে আমাকে ট্রোল করবেই: অনন্যা পাণ্ডে

Advertisement

আরও পড়ুন: ডেটিংয়ে আসতে দেরি, অভিমানী তৃণাকে কী ভাবে ভোলালেন নীল?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন