Sheikh Mujibur Rahman

মুজিবের মৃত্যুদিনে বাঁধন ও জয়ার শ্রদ্ধাজ্ঞাপন! কটাক্ষে বিদ্ধ বাংলাদেশের দুই অভিনেত্রী

হাসিনা সরকারের পতনের পরে বহু বদল এসেছে বাংলাদেশে। ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়ি পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যায়। সেই মুজিবুরের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে কটাক্ষের মুখে পড়লেন বাঁধন ও জয়া।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৫ ১৮:৪৪
Share:

মুজিবের মৃত্যুদিনে জয়া ও বাঁধনকে নিয়ে বিতর্ক। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গত বছর জুলাইয়ের গণঅভ্যুত্থানের জেরে ৫ অগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধাক্কায় ক্ষমতাচ্যুত হন হাসিনা। ওই আন্দোলনের সময়ে সক্রিয় ভাবে পথে নেমেছিলেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরি হক বাঁধন। হাসিনা সরকারের পতনের পরে বহু বদল এসেছে বাংলাদেশে। ধানমন্ডিতে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের বাড়ি পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যায়। সেই মুজিবুরের ৫০তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে কটাক্ষের মুখে পড়লেন বাঁধন।

Advertisement

হাসিনা সরকারের পতনের নেপথ্যে যে আন্দোলন ছিল, তাতে যোগ দিয়েছিলেন বাঁধন। কিন্তু গত বছরেও মুজিবুর রহমানের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে তিনি লিখেছিলেন, “বিনম্র শ্রদ্ধা।” সেই একই পোস্ট এই বছর করেছেন আজমেরি হক বাঁধন। তার পরেই ধেয়ে এসেছে কটাক্ষ।

অনেকেরই দাবি, তিনি দ্বিচারিতা করেছেন। একজন লিখেছেন, “এতই যদি শ্রদ্ধা থাকত তবে এই দেশটাকে এ ভাবে ধংসের মুখে ফেলতেন না। এখন নিজেরাই খাবার ভাত পান না, তাই নাটক করছেন।” সেই সময়ে গণঅভ্যুত্থান আন্দোলন করে এখন কী ভাবে মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাচ্ছেন, সেই প্রশ্ন উঠছে।

Advertisement

এই দিন বাংলাদেশের আর এক অভিনেত্রী জয়া আহসানও মুজিবকে শ্রদ্ধা জানিয়ে একটি পোস্ট করেন। কলকাতার ছবিতে পর পর কাজ করার জন্য প্রায়ই কটাক্ষের শিকার হতে হয় জয়াকে। তবে তিনি বিতর্কে কান দেন না। এই দিনও জয়ার পোস্টের তলায় ধেয়ে আসে কটাক্ষ। এক কট্টরপন্থী তাঁকে লেখেন, “এক ভারতীয় এজেন্ট যে আর এক ভারতীয় এজেন্টকে সমর্থন জানাবে, এতে অবাক হওয়ার কিছু নেই।’’ তবে জয়া ও বাঁধনের অনুরাগীরা তাঁদের সমর্থনেও কথা বলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement