ক্রুশল আহুজার সঙ্গে কী ঘটল? ছবি: ইনস্টাগ্রাম।
সপ্তাহান্তে মাথায় হাত অভিনেতা ক্রুশল আহুজার। সমাজমাধ্যমে হায় হায় করে উঠেছেন তিনি! বাংলার ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা এখন মুম্বইয়ে। লীনা গঙ্গোপাধ্যায়ের হিন্দি ধারাবাহিক ‘ঝনক’-এ নায়কের ভূমিকায় অভিনয় করছেন। আচমকাই বুঝতে পেরেছেন, সম্ভবত তাঁর সমাজমাধ্যম সাইবার অপরাধীদের দখলে চলে গিয়েছে।
ইনস্টাগ্রামের স্টোরিতে তিনি সে কথা উল্লেখ করেছেন। তাঁর অসহায় বার্তা, “কোনও কিছুই আর আমার বশে নেই! আমার সমাজমাধ্যম থেকে সমানে ভুল বার্তা পাঠানো হচ্ছে। অনুসরণের সংখ্যাও বাড়ছে। এগুলোর কোনওটাই আমি করছি না।”
এই দেখেই টনক নড়েছে তাঁর। অভিনেতা জানিয়েছেন, এই ধরনের অসংলগ্ন বার্তা আজ পর্যন্ত তাঁর সমাজমাধ্যম থেকে কেউ পাননি। পাশাপাশি, তাঁর অনুসরণের সংখ্যাও এত ছিল না। হঠাৎই এ সব ঘটছে। যা দেখে অস্বস্তিতে পড়ে গিয়েছেন তিনি। এ কথা জানিয়ে ক্রুশল সতর্ক করেছেন অনুরাগীদের। অনুরোধ জানিয়েছেন, এ রকম ব্যতিক্রমী কিছু যদি তাঁদের চোখে পড়ে তা হলে সঙ্গে সঙ্গে যেন তাঁকে জানানো হয়। অভিনেতা নিশ্চিত হবেন, সত্যিই তাঁর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। তিনি মুম্বইয়ের সাইবার অপরাধদমন শাখার সঙ্গে যোগাযোগ করবেন।
বাংলায় ক্রুশলের শেষ ধারাবাহিক ‘কী করে বলব তোমায়’। এর পর থেকেই তিনি মুম্বইয়ের বাসিন্দা। ক্রুশলের এই বার্তায় উদ্বিগ্ন বাংলা এবং হিন্দি— উভয় বিনোদন দুনিয়ার অনুরাগীরা। যদিও জনপ্রিয় ব্যক্তিত্বদের সমাজমাধ্যম যখন তখন সাইবার অপরাধীদের দখলে চলে যাওয়া নতুন ঘটনা নয়। বাংলায় ডোনা গঙ্গোপাধ্যায় থেকে বলিউডে অমিতাভ বচ্চন, কর্ণ জোহর, শাহিদ কপূরের মতো ব্যক্তিত্বদের সঙ্গে এই ঘটনা ঘটছে। বিকৃত ছবি (ডিপ ফেক)-র শিকার হয়েছেন নায়িকারা। রশ্মিকা মন্দনা, আলিয়া ভট্ট এই সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন।