Kajol

অষ্টমীর অঞ্জলি দিতে দিতে হঠাৎ সবাইকে ধমক দিয়ে উঠলেন কেন কাজল?

প্রতিবছরের মতো এ বারও পঞ্চমী থেকে দুর্গাপুজোর মণ্ডপে কাজল। গত তিন দিন হাসিখুশি ছিলেন। কিন্তু অষ্টমীর দিন কী হল অভিনেত্রীর?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫২
Share:

হঠাৎ কী হল কাজলের? ছবি: সংগৃহীত।

মুখোপাধ্যায়দের বাড়িতে এ বছর জোড়া শোক। কাজলের কাকা ও পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায় মারা গিয়েছেন সম্প্রতি। মাসখানেকের ব্যবধানে মারা যান কাজলের আর এক কাকা রণো মুখোপাধ্যায়। তবে শোকের পরিবেশেও পুজো হবে বলে জানিয়েছিল মুখোপাধ্যায় পরিবার। প্রতিবছরের মতো এ বারও পঞ্চমী থেকে দুর্গাপুজোর মণ্ডপে কাজল। গত তিন দিন হাসিখুশি ছিলেন। কিন্তু অষ্টমীর দিন কী হল কাজলের?

Advertisement

পরনে হালকা পেঁয়াজি রঙের শাড়ি। সকাল থেকে মণ্ডপের রীতিমতো তদারকি করছেন। কে কখন অঞ্জলি দেবে, কখন ছবি তোলা হবে, সঙ্গে খাওয়া-দাওয়ার দেখভাল। এই পুজোয় কয়েকটা দিন যেন উপচে পড়া ভিড় ছবিশিকারিদের। সাধারণ দর্শকদের মতোই পাল্লা দিয়ে দেখা যায় ছবিশিকারিদের।

অষ্টমীতেও সকাল থেকে দিব্যি ছিলেন। পুজোয় সময় এসে হাজির হন জয়া বচ্চন। বরাবরই এই দুই বঙ্গললনা পুজোর সময় একসঙ্গে ছবি তোলেন। সেই ছবি তুলতেই হুড়োহুড়ি পড়ে যায়। জয়া রীতিমতো বিরক্ত প্রতিবারের মতো। কানে আঙুল দিয়ে ইশারায় থামতে বলেন ছবিশিকারিদের। তাতে কোনও কাজ হয়নি।

Advertisement

তারপর বিরক্ত হয়ে যান কাজলও। অভিনেত্রী বলেন, ‘‘একদম চুপ, এত চিল্লাচিল্লি করবেন না এখানে দাঁড়িয়ে।’’ শেষে কাজলের ধমকেই খানিক শান্ত হন ছবিশিকারিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement