Nysa Devgn

নিসাকে নিয়ে কটাক্ষের অন্ত নেই, অষ্টমীতে কাজল-কন্যার প্রশংসায় নেটপাড়া

এ বছর দুর্গাপুজোয় যেন অন্য রূপে ধরা দিলেন নিসা। তাঁর ব্যবহার মন কেড়েছে নেটাগরিকদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৬
Share:

কী এমন করলেন নিসা? —ফাইল চিত্র।

কাজলের একমাত্র কন্যা নিসা দেবগন। আমোদপ্রমোদেই সর্বদা থাকতে ভালবাসেন। কখনও বিদেশে ঘুরছেন। কখনও আবার রাতের পার্টিতে জমিয়ে আনন্দ করছেন। যদিও তাঁর এই বিলাসবহুল জীবনের জন্য সমালোচিতও হতে হয় তারকা-কন্যাকে। তবে এ বছর দুর্গা পুজোয় যেন অন্য রূপে ধরা দিলেন নিসা। তাঁর ব্যবহার মন কেড়েছে নেটাগরিকদের।

Advertisement

ষষ্ঠীর দিন মা ও ভাইয়ের সঙ্গে পুজো মণ্ডপে আসেন। লক্ষ্মী মেয়ের মতো পুজো দেখেছেন। মাঝে মা কাজলকে আদরে ভরিয়েছেন। কখনও ভাইয়ের সঙ্গে খোশগল্পে মেতেছেন। আগে কখনও পুজোর সময় মুম্বইয়ে থাকতে দেখা যায়নি নিসাকে। এবার অষ্টমীর দিনেও পুজো প্যান্ডেলে তিনি, সঙ্গে বন্ধু ওরি। দু’জনে মিলে অঞ্জলি দিলেন। বড় দিদির মতো ভাই যুগকে চোখে চোখে রাখছেন। দিদিমা তনুজা এলেন পুজোমণ্ডপে, বয়স অনেকটাই হয়েছে। চলাফেরায় বেশ অসুবিধা হচ্ছে। দিদাকে দেখে সঙ্গে সঙ্গেই নিসা জড়িয়ে ধরেন। তনুজার হাত ধরে প্রতিমার সামনে নিয়ে যান। নিমেষে ভাইরাল সেই ছবি। কাজলের মেয়েকে নিয়ে সবসময় কটাক্ষ হলেও এখন তাঁকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement