Kangana Ranaut

পাকিস্তানি নায়িকার জন্য বিতর্কে দিলজিৎ! এ বার আর তুলোধনা নয়, পঞ্জাবি শিল্পীকে কী বললেন কঙ্গনা?

ছবিতে অভিনয় করেছেন পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির। সেখান থেকেই সমস্যার সূত্রপাত। এই প্রসঙ্গেই কথা বললেন বলি‌উডের ‘কুইন’।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৫ ১৬:৪৫
Share:

দিলজিতের পাক নায়িকা প্রসঙ্গে কী বললেন কঙ্গনা? ছবি: সংগৃহীত।

দিলজিৎ দোসাঞ্জকে নিয়ে অবশেষে মুখ খুললেন কঙ্গনা রনৌত। সম্প্রতি ‘সর্দারজি ৩’ ছবির জন্য বিতর্কে জড়িয়েছেন পঞ্জাবি শিল্পী। ছবিতে অভিনয় করেছেন পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির। সেখান থেকেই সমস্যার সূত্রপাত। এই প্রসঙ্গেই কথা বললেন বলি‌উডের ‘কুইন’। তাঁর মতে, প্রত্যেকের নিজস্ব স্বার্থ রয়েছে।

Advertisement

কঙ্গনা মনে করেন, দেশ তৈরির নেপথ্যে সকলের দায়িত্ব রয়েছে। দিলজিৎ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, “এঁদের সম্পর্কে অনেক কিছু বলেছি। দেশ গড়ার ক্ষেত্রে আমাদের সকলের ভাবাবেগ থাকা প্রয়োজন। প্রত্যেকে এর ভাগীদার। কিন্তু এঁদের কেন সেই ভাবাবেগ নেই? কেন দিলজিৎ তাঁর নিজের পথ বেছে নিয়েছেন? ক্রিকেটার বা অন্যদেরই বা কেন নিজস্ব পথ থাকে? সেনাদেরও কিন্তু জাতীয়তাবাদের নিজস্ব পথ থাকে।”

সকলকে এক সুতোয় বেঁধে রাখা উচিত বলে মনে করেন কঙ্গনা। তাঁর কথায়, “দরিদ্র সেনাদের জাতীয়তাবাদের নিজস্ব পথ থাকে। দরিদ্র রাজনীতিবিদ্‌দের জাতীয়তাবাদের নিজস্ব পথ রয়েছে। আবার অনেকের নিজস্ব স্বার্থ লুকিয়ে থাকে। বলছি না, সেটা অবাস্তব। কিন্তু সকলকে এক সুতোয় বেঁধে রাখা উচিত। সেটা তখনই সম্ভব, যখন এই বোধ কিছু রাজনীতিবিদের মধ্যে হবে। কারণ, এটাই তাঁদের কাজ।”

Advertisement

উল্লেখ্য, পহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারতে নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের শিল্পীরা। কিন্তু তত দিনে ‘সর্দারজি ৩’ ছবির শুটিং শেষ হয়ে গিয়েছিল। ছবিতে পাক নায়িকা হানিয়া ছাড়াও রয়েছেন আরও কয়েকজন পাকিস্তানি অভিনেতা। পহেলগাঁও কাণ্ডের পরে দেশের বিভিন্ন মহলে দাবি ওঠে, ছবির উপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করতে হবে। ছবিটি ভারতে মুক্তি পায়নি। কিন্তু দিলজিৎ ও ছবির নির্মাতারা আন্তর্জাতিক মহলে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার পর থেকেই সমালোচনার মুখে অভিনেতা তথা গায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement