Karan Johar

'দোস্তানা ২'-এ কোন 'স্টারকিড'-কে নিলেন? নেটিজেনদের কটাক্ষে কী বললেন কর্ণ?

বুধবার টুইটার হ্যান্ডেল থেকে ‘দোস্তানা ২’-এর জন্য কর্ণ তাঁর প্রযোজনা সংস্থার নয়া আবিষ্কার লক্ষ্য লালওয়ানি-র নাম ঘোষণা করেছেন। লক্ষ্যের ছবি পোস্ট করে কর্ণলেখেন, ‘ধর্ম হাউসের নতুন আবিষ্কার লক্ষ্য-র বলি ডেবিউতে আমি খুশি এবং একই সঙ্গে উত্তেজিত। এখান থেকেই ওঁর বলিউড জার্নি শুরু হল।’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৪২
Share:

লক্ষ্য লালওয়ানি

কর্ণ জোহর নাকি বেছে বেছে স্টারকিডদেরই তাঁর ছবিতে নিয়ে থাকেন! এ রকম রটনা ইন্ডাস্ট্রির আনাচেকানাচে প্রায়ই শুনতে পাওয়া যায়। আর শোনা যাবেই বা না কেন? আলিয়া ভট্ট থেকে শুরু করে অনন্যা পান্ডে— সবার বলি ব্রেক মিলেছে কর্ণর হাত ধরেই। বুধবার টুইটার হ্যান্ডেল থেকে ‘দোস্তানা ২’-এর জন্য কর্ণ তাঁর প্রযোজনা সংস্থার নয়া আবিষ্কার লক্ষ্য লালওয়ানি-র নাম ঘোষণা করেছেন। লক্ষ্যের ছবি পোস্ট করে কর্ণ লেখেন, ‘ধর্ম হাউসের নতুন আবিষ্কার লক্ষ্য-র বলি ডেবিউতে আমি খুশি এবং একই সঙ্গে উত্তেজিত। এখান থেকেই ওঁর বলিউড জার্নি শুরু হল।’

Advertisement

এর পরই নেটিজেনদের একাংশ কর্ণের ওই পোস্টে মন্তব্য করেন, ‘কোন অভিনেতার ছেলে ইনি?’ কেউ বা লেখেন, ‘এর পদবি লুকিয়ে রাখছেন যাতে আমরা বুঝতে না পারি কোন বলিউড স্টারের ছেলে ইনি?’

আরও পড়ুন-ও শান্তিলালের ছেলে! ব্যস,ওকে সবাই নজর করতে শুরু করল...

Advertisement

প্রথমে চুপ থাকলেও অবশেষে ওই ঘটনা নিয়ে মুখ খুললেন কর্ণ। আর একটি পোস্টে সেই সব প্রশ্নের জবাবে কর্ণ লেখেন, ‘অনেকেই দেখছি লক্ষ্য-র ইন্ডাস্ট্রির সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের জানিয়ে রাখি, রীতিমতো অডিশন দিয়ে এই সুযোগ ছিনিয়ে নিয়েছে লক্ষ্য।’এর পর কাস্টিং ডিরেক্টর শানু শর্মাকে ধন্যবাদ জানিয়ে কর্ণ লেখেন, ‘আমি শানুর কাছে কৃতজ্ঞ, আমায় লক্ষ্যের মতো একজন ভাল অভিনেতার খোঁজ দেওয়ার জন্য।’

আরও পড়ুন- আশার সঙ্গে গান গাইলেন নীল নীতিন মুকেশ!

এর আগে ছোট পর্দায় অভিনয় করলেও বড় পর্দায় এই প্রথম বার অভিষেক হল ওই তরুণ অভিনেতার। লক্ষ্য-র পাশাপাশি ওই ছবিতে দেখা যাবে জাহ্নবী কপূর এবং কার্তিক আরিয়ানকেও। এর আগে ২০০৮-এ মুক্তি পেয়েছিল ‘দোস্তানা’। ওই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল জন আব্রাহাম, অভিষেক বচ্চন এবং প্রিয়ঙ্কা চোপড়াকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন