রাতারাতি সাফল্য পাননি কার্তিক আরিয়ান। ছবি: সংগৃহীত।
কার ভাগ্যের চাকা কখন কী ভাবে ঘুরে যায়, তা বলা যায় না! এই মুহূর্তে বলিউডের অন্যতম সফল অভিনেতা কার্তিক আরিয়ান। কিন্তু, কর্মজীবনের শুরুর দিক এত মসৃণ ছিল না তাঁর। এক সময় বাড়ির ভাড়া গুনতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছিল তাঁকে। অবশেষে সেই বাড়িটিই কিনতে সফল হন অভিনেতা।
মুম্বইয়ে থাকা বেশ খরচসাপেক্ষ। ২২ নভেম্বর ৩৫-এ পা দেওয়া অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, “আমি একটা বাড়িতে একা থাকতাম। কিন্তু সেই সময় আমি নিজের স্থান পাকা করতে লড়াই করছি। আমার সিনেমাগুলো তখন সে ভাবে চলছিল না, টাকাও ছিল না তেমন হাতে। ‘পেয়ার কা পঞ্চনামা’ তত দিনে মুক্তি পেয়ে গিয়েছে। কিন্তু তাতে আমার বিশেষ লাভ হয়নি। এর পর একে একে ‘আকাশবাণী’, ‘কাঞ্চি’ কোনওটাই ভাল চলেনি। ‘গেস্ট ইন লন্ডন’ও সফল হয়নি। বিশেষ কেউ এই ছবিগুলির নামই শোনেননি।”
কার্তিক যোগ করেন, “ওই বাড়িটায় থাকাও সমস্যা হয়ে উঠছিল। ভাড়া বেড়ে গিয়েছিল। কিন্তু ওই জায়গাটা খুব নিজের মতো হয়ে গিয়েছিল। একটা সময়ে আর ভাড়া দিতে পারছিলাম না। রুমমেট আনব, না কি অন্য কোথাও গিয়ে নিজে থাকব, এ সব ভাবছিলাম। তার পরে অবশেষে ‘সোনু কে টিটু কি সুইটি’ মুক্তি পায়।” এই ছবির হাত ধরেই নতুন করে সাফল্যের মুখ দেখেন কার্তিক।
চলতি বছরের শুরুতে ‘চন্দু চ্যাম্পিয়ন’ অভিনেতা জানান, ওই নির্দিষ্ট বাড়িটির মালিকানা এখন তাঁর নামে। ছেলের সাফল্যে আবেগঘন ও গর্বিত আরিয়ানের মা। কাজের ক্ষেত্রে, অভিনেতাকে দেখা যাবে “তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি”। বিপরীতে রয়েছেন অনন্যা পাণ্ডে।