তিন জনের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে? প্রতীকী ছবি।
অভিনেতা হিসেবে আবার পর্দায় দেখা যাবে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কে। টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা বাংলাদেশের ছবিতে কাজ করলেও ও পার বাংলার অভিনেতাদের কিন্তু এ পার বাংলার ছবিতে তুলনায় কাজ করতে যেন কম দেখা যাচ্ছে। টলিপাড়ার অন্দরে এমন আলোচনার মধ্যেই পরিচালক অমিতাভ ভট্টাচার্যের নতুন ছবিতে নাকি অভিনয় করতে চলেছেন ও পার বাংলার চঞ্চল চৌধুরী। নারীর জীবনে দুই পুরুষের উপস্থিতি নিয়ে গল্প। ছবির নাম ‘ত্রিধারা’।
ছবিতে দুই পুরুষের মধ্যে এক জন নায়িকার জীবনে ‘অতীত’, অন্য জন ‘বর্তমান’। যিনি অতীত তাঁর সঙ্গে ওই নারীর ২৫ বছর পরে দেখা। পটভূমিকায় প্রেম বনাম বাস্তব, অতীত বনাম বর্তমান। আর রয়েছে তিনটি চরিত্রের সম্পর্কের জটিলতা। একটা ঘটনা বদলে দেবে তিন জনের পথ, অনুভূতি এবং গন্তব্য। কোথায় গিয়েই বা দাঁড় করাবে ২৫ বছর পরের সেই সাক্ষাৎ? এই নিয়েই গল্প আবর্তিত। ছবিতে মুখ্য তিন অভিনেতাদের সঙ্গে দেখা যাবে সুজন নীল মুখোপাধ্যায় এবং শান্তিলাল মুখোপাধ্যায়কে।
সবিস্তার জানতে আনন্দবাজার ডট কম পরিচালক অমিতাভের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল। তিনি সাড়া দেননি। সবটাই যদিও একেবারে প্রাথমিক স্তরে রয়েছে। এও শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে এ বছরই শুরু হবে শুটিং। প্রযোজনায় অমিতা মুখোপাধ্যায়।