KIFF

ফিল্মোৎসবের মঞ্চেও মমতা বললেন, স্বাস্থ্যসাথী কার্ডটা করিয়ে নিন

নবান্ন সভাঘরে এই উৎসবের উদ্বোধনে ভার্চুয়ালি যোগ দিলেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান। করোনাবিধি মেনেই চলবে উৎসব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকতা শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২১ ১৬:১৫
Share:

কলকাতা চলচ্চিত্র উৎসবে ভার্চুয়ালি হাজির শাহরুখ খান।

শুরু হয়ে গেল ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

করোনার কারণে এ বারের উৎসবের সূচনার অনেকটাই ভার্চুয়াল মাধ্যমে। কোভিডের কারণে জোর দেওয়া হচ্ছে স্বাস্থ্যবিধির উপর।

কোভিডের কারণে এ বার ই-টিকিটের ব্যবস্থা। গুরুত্ব দেওয়া হচ্ছে স্বাস্থ্যবিধির উপর: রাজ চক্রবর্তী, চেয়ারম্যান, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

Advertisement

নবান্ন সভাঘরে এই উৎসবে ভার্চুয়ালি যোগ দিলেন পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান।

সশরীরে থাকতে না পারার জন্য দুঃখপ্রকাশ শাহরুখের।

অতিমারি শিখিয়েছে পরিবার সবচেয়ে দামি জিনিস। আর কলকাতা আমার পরিবার। পশ্চিমবঙ্গ আমার পরিবার : শাহরুখ।

খুব দ্রুত পশ্চিমবঙ্গে যাব, সকলের সঙ্গে দেখা করব : শাহরুখ।

শাহরুখকে ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। রাখিবন্ধনে আসতেই হবে : মমতা বন্দ্যোপাধ্যায়।

উৎসবের আগে আমরা অনেক গুণী শিল্পীকে হারিয়েছি। তার দুঃখ রয়ে গিয়েছে : মমতা বন্দ্যোপাধ্যায়।

চলচ্চিত্র উৎসবের মঞ্চেও স্বাস্থ্যসাথীতে নাম লিখিয়ে রাখার আবেদন মুখ্যমন্ত্রীর।

যে রাজ্যে চলচ্চিত্র উৎসব হয়, সেই রাজ্যের কিছু সিনেমা দেখানো উচিত : মুখ্যমন্ত্রী

বাংলা আবার বিশ্বসভায় প্রথম জায়গা নেবে : মমতা বন্দ্যোপাধ্যায়।

টলিউড সবসময় হলিউড বলিউডের সঙ্গে প্রতিযোগিতায় থাকে : মমতা বন্দ্যোপাধ্যায়

একদিন বলিউড, হলিউড টেক্কা দিয়ে বাংলা সিনেমা প্রথম জায়গা নবে : মুখ্যমন্ত্রী।

এই কোভিড পরিস্থিতিতে আসার জন্য, উৎসবকে সমৃদ্ধ করার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ : মুখ্যমন্ত্রী।

টলিউড সবসময় হলিউড বলিউডের সঙ্গে প্রতিযোগিতায় থাকে : মমতা বন্দ্যোপাধ্যায়

এই কোভিড পরিস্থিতিতে আসার জন্য, উৎসবকে সমৃদ্ধ করার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ : মুখ্যমন্ত্রী।

উৎসবের আগে আমরা অনেক গুণী শিল্পীকে হারিয়েছি। তার দুঃখ রয়ে গিয়েছে : মমতা বন্দ্যোপাধ্যায়।

যে রাজ্যে চলচ্চিত্র উৎসব হয়, সেই রাজ্যের কিছু সিনেমা দেখানো উচিত : মুখ্যমন্ত্রী

বাংলা আবার বিশ্বসভায় প্রথম জায়গা নেবে : মমতা বন্দ্যোপাধ্যায়।

একদিন বলিউড, হলিউড টেক্কা দিয়ে বাংলা সিনেমা প্রথম জায়গা নবে : মুখ্যমন্ত্রী।

উৎসবে হাজির ঋতুপর্ণা, দেব, গৌতম ঘোষ, কৌশিক সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী, সোাহম, পায়েল, অরিন্দম শীল, ঋতাভরী ও আরও অনেকে। হাজির পরিচালক অনুভব সিনহা।

আরও পড়ুন : আছে করোনার আতঙ্ক, তার মধ্যেও সিনেমার স্বপ্নে মজে কলকাতা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন