SRK King Release Date

বর্ষশেষে অনুরাগীদের উপহার দেবেন শাহরুখ খান, প্রকাশ্যে ‘কিং’ ছবির মুক্তির তারিখ!

২০২৩ সালে পর পর তিনটি ছবি মুক্তি পায় শাহরুখের, ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’। তিনটিই দারুণ সাফল্য লাভ করে বক্সঅফিসে। তার পরে বড়পর্দায় দেখা মেলেনি তাঁর। কিন্তু সকলেই অপেক্ষায় ছিলেন ‘কিং’ ছবির।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১৭:২১
Share:

‘কিং’ ছবিতে শাহরুখ খানের ‘লুক’। ছবি: সংগৃহীত।

অপেক্ষার অবসান। শাহরুখ খানের অনুরাগীদের জন্য সুখবর। ২০২৬ সালের শেষে মুক্তি পাবে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’। ঠিক ১১ মাস আগে মুক্তির তারিখ ঘোষণা করলেন বাদশা। প্রকাশ্যে নয়া ঝলকও। রক্তাক্ত লুকে ফের নজর কাড়লেন শাহরুখ। বললেন, ‘গর্জনের সময় এসে গিয়েছে।’

Advertisement

পরনে সাদা শার্ট আর জিন্‌স, বরফে মোড়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে রীতিমতো গর্জন করতেই শোনা যাচ্ছে শাহরুখকে। বলাই বাহুল্য, ‘লার্জার দ্যান লাইফ’ চরিত্রেই পর্দায় ফিরছেন তিনি। ঝলকে লেখা, ‘বছরের শেষটা হোক মনে ভয় নিয়ে’, সঙ্গে রক্তে মাখা মুখ। ঘোষণা করা হল মুক্তির তারিখ। চলতি বছরের বড়দিনে বড়পর্দায় হাজির হচ্ছেন তিনি। ছবিমুক্তির তারিখ ২৪ ডিসেম্বর। নতুন ঝলক মুক্তি পেতেই অনুরাগীদের প্রশংসার বন্যা।

২০২৩ সালে পর পর তিনটি ছবি মুক্তি পায় শাহরুখের, ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’। তিনটিই দারুণ সাফল্য লাভ করে বক্সঅফিসে। তার পরে বড়পর্দায় দেখা মেলেনি তাঁর। কিন্তু সকলেই অপেক্ষায় ছিলেন ‘কিং’ ছবির। তিন বছরের মাথায় সেই ছবি নিয়ে ফিরছেন তিনি। এই ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে তাঁর মেয়ে সুহানা খানকেও। খবর, ছবিতে খলনায়কের চরিত্রে রয়েছেন অভিষেক বচ্চন। অন্য দিকে, শাহরুখের বিপরীতে এই ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন। বক্সঅফিসে কেমন সাড়া ফেলে এই ছবি, দেখার অপেক্ষায় অনুরাগীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement