ভারতে আমির খান মুত্তাকির অভ্য়র্থনা দেখে ক্ষুব্ধ জাভেদ? ছবি: সংগৃহীত।
ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর দিল্লিতে আফগানিস্তান দূতাবাসে তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক বৈঠক করেন। পাশাপাশি উত্তরপ্রদেশের সাহারানপুরেও তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এই দেখে ক্ষুব্ধ জাভেদ আখতার। সমাজমাধ্যমের পোস্টে ক্ষোভ উগরে দিলেন তিনি।
জাভেদ জানিয়েছেন, তালিবান সরকারের বিদেশমন্ত্রীকে এমন ভাবে অভ্যর্থনা জানানোয় তাঁর লজ্জায় মাথা হেঁট হয়ে গিয়েছে। সমাজমাধ্যমে তিনি লেখেন, “লজ্জায় মাথা হেঁট হয়ে গিয়েছে আমার। বিশ্বের সবচেয়ে খারাপ সংগঠনের প্রতিনিধিকে যে অভ্যর্থনা জানানো হল, তা দেখে আমার লজ্জা লাগছে। যারা সন্ত্রাসবাদের বিরোধিতা করে, তারাই এই সংগঠনের প্রতিনিধিকে অভ্যর্থনা জানাল!”
সাহারানপুরের দেওবন্দে নামের স্থানে বিশেষ ভাবে স্বাগত জানানো হয় আমির খান মুত্তাকিরকে। এই দেখে জাভেদ লেখেন, “দেওবন্দেরও লজ্জা হওয়া উচিত এমন একজন ‘ইসলামিক হিরো’কে অভ্যর্থনা জানানোর জন্য। এমন একজন মানুষ, যিনি মহিলাদের শিক্ষাব্যবস্থা নিষিদ্ধ করেছেন।” অসহায় ভাবে বর্ষীয়ান গীতিকার প্রশ্ন তুলেছেন, “আমার ভারতীয় ভাইবোনেরা, এ কী হচ্ছে আমাদের সঙ্গে?”
এই বিষয়টি নিয়ে বলিউডমহল নীরব ছিল। তেমন প্রতিক্রিয়া কেউ দেননি। কিন্তু সেই নীরবতা ভাঙলেন জাভেদ। বরাবরই যে কোনও বিষয় নিয়ে স্পষ্ট মতামত দেন তিনি।
উল্লেখ্য, ছয় দিনের সফরে গত বৃহস্পতিবার ভারতে এসেছেন মুত্তাকি। শুক্রবার দিল্লিতে সাংবাদিক বৈঠক ডাকেন তিনি। সেই বৈঠকে মহিলা সাংবাদিকদের দেখা যায়নি বলে বিতর্ক তৈরি হয়েছিল। উঠেছিল ‘লিঙ্গ বৈষম্য’র প্রশ্ন। তার পরে গত রবিবার দিল্লিতে আরও একটি সাংবাদিক বৈঠক ডেকেছিলেন তাঁরা। সেখানে উপস্থিত ছিলেন মহিলা সাংবাদিকেরাও।