Jay-Mahi Divorce

তিন সন্তানকে নিয়ে নিঃস্ব হয়ে গিয়েছেন মাহী? জয়ের থেকে পাঁচ কোটি খোরপোশ চেয়েছেন?

সমাজমাধ্যমে রব, মাহী নাকি এখন নিঃস্ব। সন্তানদের খরচ চালাতে জয়ের কাছে খোরপোশ চেয়েছেন পাঁচ কোটি টাকা? মুখ খুললেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ১৯:৫৯
Share:

বিচ্ছেদ প্রসঙ্গে এ বার মুখ খুললেন মাহী। ছবি: সংগৃহীত।

গত বছর থেকে গুঞ্জন, জয় ভানুশালী ও মাহী বিজের নাকি বিয়ে ভাঙছে। নতুন বছরের শুরুতেই সেই জল্পনায় সিলমোহর দেন। একসঙ্গে বিচ্ছেদের কথা জানিয়েছেন তাঁরা। তিন সন্তানের বাবা-মা জয়-মাহী। তাঁদের নিজের মেয়ে ছাড়াও এক পুত্র ও এক কন্যা দত্তক নেওয়া। সমাজমাধ্যমে রব, মাহী নাকি সন্তানদের খরচ চালাতে জয়ের কাছে খোরপোশ চেয়েছেন পাঁচ কোটি টাকা!

Advertisement

বিচ্ছেদের কথা ঘোষণা করার পরে মাহী নিজেই এ বিষয়ে মুখ খুললেন। অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন, তিনি কোনও খোরপোশ চাননি। কিন্তু তার পরেও বিতর্ক যেন থামতে চাইছে না। সম্প্রতি অভিনেত্রী একটি ভিডিয়োবার্তা দিয়ে বলেন, ‘‘আমি দেখছি লোকে বলছে, আমি পাঁচ কোটি টাকা নিয়েছি। কিছু পুরনো ভিডিয়ো খুঁজে খুঁজে বার করেছে সকলে, শুধুমাত্র ‘লাইক’ পাওয়ার আশায়। খুব দুঃখজনক ব্যাপার।’’

পাশপাশি তাঁদের সন্তানদের নিয়ে যাঁরা নানা মন্তব্য করছেন, তাঁদের উদ্দেশে মাহী বলেন, ‘‘আমার সন্তানেরা পথে বসেনি, অনাথও হয়ে যায়নি। আমাদের বিচ্ছেদ হলেও বন্ধু হয়ে একে অপরের পাশে আছি। আমাদের প্রতিটা পদক্ষেপে আমাদের সন্তানেরা গর্ব বোধ করবে। কারণ, আমরা যা করেছি অত্যন্ত সম্মানের সঙ্গে করেছি। শুধু তা-ই নয়, আমরা দু’জনে মিলেই তিন সন্তানের দায়িত্ব নেব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement