Manoj Bajpayee

দুপুরের খাবারের পর রান্নাঘরে তালা দিয়ে দেন মনোজ বাজপেয়ী! দীর্ঘ ১৪ বছর ধরে কোন নিয়ম মানছেন?

৫৬ বছর বয়স। এখনও ছিপছিপে সুঠাম চেহারা মনোজ বাজপেয়ীর। মুখে বলিরেখার চিহ্ন নেই। এর নেপথ্যে অভিনেতার জীবনযাপন। বিগত ১৪ বছর ধরে রাতের খাবার খান না তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ২১:০৮
Share:

মনোজ বাজপেয়ী। ছবি: সংগৃহীত।

প্রায় তিন দশকের কর্মজীবন মনোজ বাজপেয়ীর। ধারাবাহিক দিয়ে শুরু, তার পরে সিনেমা। এই মুহূর্তে ওটিটির অন্যতম চর্চিত অভিনেতা। সম্প্রতি তাঁর ‘ফ্যামিলি ম্যান ৩’ মুক্তি পেয়েছে। প্রায় ৫৬ বছর বয়স। এখনও ছিপছিপে সুঠাম চেহারা। মুখে বলিরেখার চিহ্ন নেই। এর নেপথ্যে অভিনেতার জীবনযাপন। বিগত ১৪ বছর ধরে রাতের খাবার খান না তিনি!

Advertisement

অভিনেতার কথা শুনলে মনে হবে তিনি কৃচ্ছসাধন করছেন। এত বছর ধরে নৈশভোজ না করে রয়েছেন। তবে অভিনেতার নিজের ইচ্ছেয় এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর শরীর ঠিক রাখার জন্যই সবটা করেন। সূর্যাস্তের পর তাঁর বাড়ির রান্নাঘরে উনুন জ্বলে না। তবে ব্যতিক্রমী কিছু সময় রয়েছে। মনোজ বলেন, ‘‘আমি আমার দাদুকে দেখেছি, ছিপছিপে শরীর। আমি নিজেও তেমন চেহারা চেয়েছি সবসময়। তাই দুপুর তিনটের পর আর কিছু মুখে দিই না। তাই আজ ১৪ বছর ধরে রাতে খাই না। আমাদের বাড়ির রান্নাঘর বন্ধ হয় দুপুরে। শুধু মেয়ে বাড়িতে এলে রাতের রান্না হয়।’’ যদিও অভিনেতা প্রাতরাশ করেন এবং মধ্যাহ্নভোজনে ফাঁকি দেন না। সেই সময় যতটা সম্ভব খেয়ে নেন তিনি। তার পরের ১২ ঘণ্টা আর কিছু দাঁতে কাটেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement