(বাঁ দিক থেকে) সুজ়ান খান, জ়রীন কত্রক, ফরাহ খান। ছবি: সংগৃহীত।
ঠোঁটের আকার, গোলাপি গায়ের রং দেখেই নাকি জ়রীন কত্রকের প্রেমে পড়েন সঞ্জয় খান। বেশ কয়েক বছর আগের এক সাক্ষাৎকারে সুজ়ান খানের বাবা এমনটাই দাবি করেন। খুব অল্প বয়সে সঞ্জয়ের সঙ্গে প্রেম, তার পর বিয়ে। তিন সন্তান তাঁদের। ছেলে জ়ায়েদ খান ও দুই মেয়ে স়ুজ়ান ও ফরাহ খান। জ়রীনের মৃত্যুর পর তাঁকে নিয়ে কৌতূহল সকলের। এই প্রসঙ্গে মুখ খুললেন মেয়ে ফরাহ।
মুসলিম পরিবারে বিয়ে করেন জ়রীন। যদিও তাঁর জন্ম হয় জিউ পরিবারে। অর্থাৎ তাঁর বাবার বাড়ি ইহুদি ধর্মে বিশ্বাসী। কিন্তু, সুজ়ানের মায়ের শেষকৃত্য হয় হিন্দু ধর্মের রীতিনীতি অনুযায়ী। এই প্রসঙ্গে সুজ়ানের বোন ফরাহ লেখেন, ‘‘আমার কাছে আমার মা জ়রীন খুব বিশেষ একজন মানুষ। তাঁর জীবনের মন্ত্র ছিল, ভুলে যাও, ক্ষমা করে দাও। অত্যন্ত দয়ালু মনের মানুষ ছিলেন। তাই প্রতিটা বন্ধু তাঁকে ভালবাসত। আমার মা আমাদের পরিবারটাকে বেঁধে রেখেছিলেন। তাঁর জন্ম হয় পার্সি হিসাবে, বিয়ে হয় মুসলিম পরিবারে ও শেষকৃত্য হয় হিন্দু মতে। মানবতার প্রতীক ছিলেন আমার মা।’’