Aahana Kumra

পর্দায় প্রিয়ঙ্কা গাঁধী সেজেছেন সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলা এই বলি নায়িকা

বিতর্ক তাঁর ছবিকে তাড়া করেছে বার বার। কখনও সেন্সর বোর্ডের কাঁচি, কখনও বা রাজনৈতিক দলের হুমকি। তাঁর ছবি যেন বিতর্কেরই জন্য তৈরি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৯ ১৩:১৩
Share:
০১ ১২

বিতর্ক তাঁর ছবিকে তাড়া করেছে বার বার। কখনও সেন্সর বোর্ডের কাঁচি, কখনও বা রাজনৈতিক দলের হুমকি। তাঁর ছবি যেন বিতর্কেরই জন্য তৈরি।

০২ ১২

এই বলি নায়িকার নাম আহানা কুমরা। তবে শুধু তাঁর ছবির জন্য তিনি বিতর্কের শিকার এমনটা নয় কিন্তু। প্রতিবাদী হিসাবে এই অভিনেত্রীকে অনেকেই চেনে।

Advertisement
০৩ ১২

#মিটু আন্দোলনের সময় তিনি পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। সালোনি চোপড়া নামের এক অভিনেত্রীর অভিযোগের সূত্র ধরেই প্রকাশ্যে অভিযোগ আনেন আহানা।

০৪ ১২

প্রথমে ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’র লীলার চরিত্র তাঁকে জনপ্রিয় করে। ফটোগ্রাফার প্রেমিকের সঙ্গে যে মেয়েটি পালাতে চায়, বাড়ি থেকে ঠিক করা হবু স্বামীকে বিয়ে না করে। ছবিতে তাঁর অভিনয় সমালোচকদের কাছে প্রশংসা কুড়িয়েছিল।

০৫ ১২

সম্প্রতি আহানা কুমরাকে সবাই প্রিয়ঙ্কা গাঁধী বলেই উল্লেখ করছেন। আসলে ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবিতে তিনি অভিনয় করেছেন এই চ্যালেঞ্জিং চরিত্রে।

০৬ ১২

আহানা জনপ্রিয় হন ‘যুদ্ধ’ নামের একটি টিভি সিরিজের মাধ্যমে। অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করতেন তিনি।

০৭ ১২

ছোটবেলা থেকেই মঞ্চেও অভিনয় করেছেন আহানা। লখনউয়ের স্কুলে পড়াশোনা করেছেন অভিনেত্রী।

০৮ ১২

লখনউয়ের একটি কলেজ থেকে অভিনয়ে স্নাতক স্তরের পড়াশোনা করেছেন আহানা। মডেলিংও শুরু সেই সময়।

০৯ ১২

বেশ কয়েকটি শর্ট ফিল্ম, টিভি সিরিজ, বিজ্ঞাপনী ছবিতে কাজ, এভাবেই শুরু হয় বলিউডের জার্নি। আন্তর্জাতিক মানের পুরস্কারও পেয়েছেন সেই সময়ে।

১০ ১২

বলিউডে ডেবিউ করেন নাসিরুদ্দিন শাহ অভিনীত ছবি সোনা স্পা দিয়ে।

১১ ১২

শুধু হিন্দি নয়, টুলু ভাষার ছবিতে কাজ করেছেন আহানা।

১২ ১২

আদিত্য চোপড়ার পরবর্তী ছবি ‘শামসেরা’-তে রণবীর কপূর, সঞ্জয় দত্ত, বাণী কপূরের সঙ্গে তাঁকে দেখা যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement