Rakul Preet Singh

বলিউডের এই সুন্দরী নবাগতা অঙ্কে স্নাতক!

লাবণ্যময়ী, তবে হট এমনটাই বলা হয় বলিউডের এই অভিনেত্রীকে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ মে ২০১৯ ১৪:৪৫
Share:
০১ ১৩

লাবণ্যময়ী, তবে হট এমনটাই বলা হয় বলিউডের এই অভিনেত্রীকে।

০২ ১৩

সম্প্রতি তব্বু, অজয় দেবগণের সঙ্গে ‘দে দে পেয়ার দে’ ছবিতে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়।

Advertisement
০৩ ১৩

‘আইয়ারি’ ছবিতে সিদ্ধার্থ মলহোত্রর বিপরীতে দেখা গিয়েছিল রকুল প্রীত সিংহ নামের এই নায়িকাকে।

০৪ ১৩

হিন্দি ছাড়াও কন্নড় ছবির অন্তম নায়িকা রকুল। ‘ভেঙ্কটডি এক্সপ্রেস’, ‘কারেন্ট থেগা’ ছবিতে তাঁকে দেখা গিয়েছে।

০৫ ১৩

দিল্লিতেই বেড়ে উঠেছেন রক্ষণশীল পঞ্জাবি পরিবারের এই তরুণী।

০৬ ১৩

বাবা ছিলেন সেনা অফিসার। তাই ছোট থেকেই নিয়মানুবর্তিতার মধ্যে বড় হয়েছেন রকুল।

০৭ ১৩

আর্মি পাবলিক স্কুল থেকে পড়াশোনা করেন মেধাবী এই ছাত্রী। দিল্লি বিশ্ববিদ্যালয়ের জেসাস অ্যান্ড মেরি কলেজ থেকে অঙ্কে স্নাতক তিনি।

০৮ ১৩

১৮ বছর বয়স থেকেই মডেলিং করতেন তিনি। ২০০৯ সালে ডেবিউ হয় কন্নড় ছবি ‘গিল্লি’-র মাধ্যমে।

০৯ ১৩

মিস ইন্ডিয়া-সহ বেশ কয়েকটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছেন রকুল, পুরস্কৃতও হন।

১০ ১৩

রবি তেজা, মহেশ বাবু, সূর্য একের পর এক দক্ষিণী সুপারস্টারের সঙ্গে কাজ করেছেন রকুল।

১১ ১৩

২০১৪ সালে বলিউডে ‘ইয়ারিয়া’ ছবি দিয়ে তাঁর ডেবিউ হয়।

১২ ১৩

নিজের তিনটি জিম রয়েছে নায়িকার। বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে সেখানে।

১৩ ১৩

হায়দরাবাদে ৩ কোটি টাকার একটি অ্যাপার্টমেন্টে থাকেন রকুল, সঙ্গে থাকেন বাবা-মা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement