Imtiaz Ali's daughter

বাবার মতো পরিচালক, নাকি বলি নায়িকা, এই স্টার কিড বলছেন...

এই কিশোরী সংবাদমাধ্যমের শিরোনামে এসেছিলেন নিজের একটি ছবির জন্য। তবে সে ছবিটি তিনি নিজে বানিয়েছেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৯ ১৪:১৫
Share:
০১ ১৩

এই কিশোরী সংবাদমাধ্যমের শিরোনামে এসেছিলেন একটি সিনেমার সৌজন্যে। সিনেমাটি তিনি নিজে বানিয়েছিলেন।

০২ ১৩

বলিউডের এক জন স্টার কিড এই তরুণী। তাঁর বাবা বিখ্যাত এক জন পরিচালক। অনেকেই বলছেন তিনি বাবাকে টেক্কা দিতে চলেছেন ভবিষ্যতে।

Advertisement
০৩ ১৩

ইদা নামের এই কিশোরী ১২ মিনিটের একটি ছবি বানিয়েছেন, ছবিটির নাম ‘লিফ্ট’। সেই ছবি আন্তর্জাতিক স্তরের পুরস্কারও পেয়েছে।

০৪ ১৩

বাবার মতোই পরিচালক হবেন না কি নায়িকা, তা নিয়ে কিশোরী মনে খানিকটা দ্বিধা রয়েছে।

০৫ ১৩

ইদা চান যা ভাল লাগে তাই করতে, অর্থাৎ ছবি বানাতেও চান, ছবিতে অভিনয় করতেও চান।

০৬ ১৩

দেশে বিদেশে যখন তিনি ঘুরে বেড়ান, তখন তাঁর পোস্ট করা ছবি দেখে নেটিজেনদের অনেকেই বলেছেন, পর্দায় উপস্থিতি এ মেয়ের চমৎকার।

০৭ ১৩

স্কুলের গণ্ডি পেরোননি এখনও। চলছে পড়াশোনা। বই পড়তেও বেশ ভালবাসেন।

০৮ ১৩

মানুষের সম্পর্ক সংক্রান্ত বইপত্র পড়তে ভালবাসেন ইদা। যে বইয়ে গভীরতা রয়েছে, তেমন কোনও বই, জানিয়েছেন তিনি। আসলে অবসর সময়ে মানুষ জনকে খুঁটিয়ে লক্ষ্য করা তাঁর পেশা।

০৯ ১৩

ইদার মা চান, ইদা তাঁর বাবা বিখ্যাত পরিচালকের সহকারী হিসাবে ছোট থেকে কাজ করতেই পারেন। কিন্তু ইদা প্রথমেই তা চান না। আসলে তাঁর ধারণা বাবা তাঁকে এত বেশি ভালবাসেন, তাই নিরপেক্ষ নাও থাকতে পারেন, নাও বকা দিতে পারেন মেয়েকে।

১০ ১৩

ইদা কিন্তু পার্টি করতেও ভালবাসেন আর পাঁচটা অল্পবয়সি বাচ্চার মতোই। নীল দেওয়ান নামে একটি ছেলের সঙ্গে তাঁকে ছবি পোস্ট করতেও দেখা যায়। ইতিমধ্যেই খুশি কপূর ও আলিয়া কাশ্যপের সঙ্গে নাম জড়িয়েছে ছেলেটির।

১১ ১৩

বলিউড ছবির নায়িকা হতে গেলে আগে ভাষাটা ভাল করে রপ্ত করতে হবে, এমনটাই জানান তিনি।

১২ ১৩

ইদার বাবার বিখ্যাত ছবিগুলির মধ্যে রয়েছে ‘জব উই মেট’, ‘তামাশা’, ‘রকস্টার’, ‘হাইওয়ে’, ‘লাভ আজ কাল’, ‘হ্যারি মেট সজল’, এ বার নিশ্চয়ই বুঝতে পারছেন তিনি কে?

১৩ ১৩

বিখ্যাত পরিচালক ইমতিয়াজ আলির মেয়ে ইদা। বাবাই তাঁর আদর্শ, তবে পরিচালক বলেন, ইদা অনেক ছোট, ও যা কাজ করতে চাইবে, তাই করুক। তিনি পাশে থাকবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement