Vidhu Vinod Chopra

১৫-এর এই স্টারকিড লিখে ফেলেছে উপন্যাস, কবিতার বইও!

বলিউডের এই স্টার কিডকে সবাই বলছেন ‘ইন্টেলেকচুয়াল’। আসলে তাঁর নিজের লেখা দুটি কবিতার বই রয়েছে, আর একটা উপন্যাসও লিখে ফেলেছেন তিনি।

Advertisement
সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৯ ১৫:৫০
Share:
০১ ১৪

বলিউডের এই স্টার কিডকে সবাই বলছেন ‘ইন্টেলেকচুয়াল’। আসলে তাঁর নিজের লেখা দুটি কবিতার বই রয়েছে, আর একটা উপন্যাসও লিখে ফেলেছেন তিনি।

০২ ১৪

উপন্যাসটির নাম দ্য হাউস দ্যট স্পুক। দেশের একটি বিখ্যাত প্রকাশনা সংস্থা এই বইটি প্রকাশ করেছে।

Advertisement
০৩ ১৪

সম্প্রতি অম্বানী পুত্রের বিয়েতেও দেখা গিয়েছে তাঁকে।

০৪ ১৪

জুনি নামের এই স্টার কিড কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। পোষ্যকে নিয়ে একান্তে সময় কাটাতে ভালবাসেন তিনি।

০৫ ১৪

জুনির রক্তেই আসলে শিল্প রয়েছে। বিখ্যাত সাংবাদিক মায়ের মেয়ে তিনি। তাঁর বাবাও বলিউডের এক বিখ্যাত তারকা। কে বলুন তো?

০৬ ১৪

জুনির অসম্ভব প্রিয় জায়গা হল কাশ্মীর। যদিও তিনি মুম্বইয়ে বেড়ে উঠেছেন। বছর পনেরোর কিশোরীর বাবারও পছন্দের জায়গা কাশ্মীর।

০৭ ১৪

নায়িকা নয়, বরং বলিউডের এই স্টার কিড হতে পারেন নামী পরিচালক, বলছেন অনেকেই।

০৮ ১৪

নীতা অম্বানী বইটির উদ্বোধন করেন। জুনির প্রিয় বন্ধু ফতিমাও ছিল এই অনুষ্ঠানে।

০৯ ১৪

এক দলের দাবি জুনির দাদার সঙ্গে জুনির এই ছবিটি দেখে মনে হচ্ছে জুনি নায়িকা হলেও কম যাবেন না।

১০ ১৪

জুনি লিখতে বই পড়তে আর বেড়াতে যেতে ভালবাসেন। এক সঙ্গে অনেকগুলো কাজই তাঁর পছন্দ এমনটাই বলেছেন তিনি। তবে স্কুলের পড়াশোনা নিয়েই এই মুহূর্তে ব্যস্ত।

১১ ১৪

জুনির বাবা বলিউডের এক বিখ্যাত পরিচালক। তাঁর বাবার একটি ছবি সম্প্রতি মুক্তি পেয়েছে। সেখানে অভিনয় করেছেন সোনম কপূর।

১২ ১৪

বাবার পরিচালিত ছবির মধ্যে সবচেয়ে প্রিয় ছবি ব্রোকেন হর্সেস, এমনটাই বলেন তিনি। তবে এই ছবি নয়, তাঁর বাবা আপামর দর্শকের কাছে পরিচিত অন্য বেশ কিছু ছবির জন্য।

১৩ ১৪

পিকে, থ্রি ইডিয়টস, পরিণীতা, লাগা চুনরি মে দাগ, মুন্নাভাই এমবিবিএস, ১৯৪২ লাভ স্টোরি, সঞ্জু আর সম্প্রতি এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা নামের একটি ছবি পরিচালনা করেছেন জুনির বাবা।

১৪ ১৪

এ বার নিশ্চয়ই বুঝতে পারছেন বলিউড পরিচালক বিধুবিনোদ চোপড়ার মেয়ে জুনি। তাঁর মা সাংবাদিক অনুপমা চোপড়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement