Bengali Television Rating Chart

আইপিএল-কে গুনে গুনে দশ গোল! রেটিং চার্টে প্রথম স্থান দখল করল কোন বাংলা ধারাবাহিক?

সদ্য বিয়ে করেছেন ‘ফুলকি’র নায়ক অভিষেক বসু। বিয়ে করেছেন ধারাবাহিকের খলনায়িকা শার্লি মোদককে। এই বিয়ের প্রভাব কি রেটিং চার্টে পড়েছে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০২৫ ১৪:৫৯
Share:

এ বারেও প্রথম স্থানে ‘জগদ্ধাত্রী’? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আইপিএলের আকর্ষণ বেশি না বাংলা ধারাবাহিকের? যখন থেকে ২০ ওভারের বিশেষ এই ক্রিকেট খেলা চালু হয়েছে তখন থেকে অলিখিত দ্বন্দ্ব দুই শ্রেণির দর্শকদের মধ্যে। ছাপ পড়ছে ধারাবাহিকের রেটিং চার্টেও। তার পরেও এ সপ্তাহে প্রথম স্থানে ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। রেটিং চার্টে তার নম্বর ৭.১। গত সপ্তাহের তুলনায় প্রাপ্ত নম্বর অবশ্য কম। ধারাবাহিকের অনুরাগীরা তবু এই ফলাফলে খুশি।

Advertisement

এ বার প্রশ্ন, প্রথম চারে কি চেনা ধারাবাহিকেরাই রাজত্ব চালাচ্ছে? রেটিং চার্ট বলছে, এ সপ্তাহে দ্বিতীয় স্থানে উদয়প্রতাপ সিংহের ‘পরিণীতা’। তার নম্বর ৬.৬ । সদ্য বিয়ে করেছেন ‘ফুলকি’র নায়ক অভিষেক বসু। বিয়ে করেছেন ধারাবাহিকের খলনায়িকা শার্লি মোদককে। এই বিয়ের প্রভাব কি রেটিং চার্টে পড়েছে? তৃতীয় স্থানে নেমে এসেছে ‘ফুলকি’। সে পেয়েছে ৬.৫ পয়েন্ট। এ সপ্তাহে প্রথম পাঁচ থেকে ছিটকে গিয়েছে ‘কথা’। ধারাবাহিকের চিত্রনাট্যে বড় বদল এসেছে। নায়িকা ‘কথা’র মৃত্যু হয়েছে। নায়ক ‘এভি’ সারা ক্ষণ নেশায় ডুবে। নায়িকা যদিও নতুন রূপে দেখা দিয়েছেন। চেনা গল্প বদলে যেতেই কি এই ফলাফল? আপাতত এর উত্তর নেই। তবে ‘কথা’র জায়গায় উঠে এসেছে নতুন ধারাবাহিক ‘পরশুরাম: আজকের নায়ক’। তার ঝুলিতে নম্বর ৬.২। পঞ্চম স্থানে ‘রাঙামতী তিরন্দাজ’। ৬.০ পয়েন্ট পেয়ে ধারাবাহিকটি এই জায়গা দখল করেছে।

কে কোথায় দাঁড়িয়ে? রইল রেটিং চার্ট। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রইল বাকি ষষ্ঠ থেকে দশম স্থান দখলকারি ধারাবাহিকদের নাম। ৫.৬ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে ‘গৃহপ্রবেশ’। চলতি সপ্তাহে সপ্তম স্থানে ‘কথা’। তার প্রাপ্তির ঝুলিতে ৫.৫ পয়েন্ট। অষ্টম স্থানে যৌথ ভাবে ‘চিরদিনই তুমি যে আমার’, ‘চিরসখা’। দু’টি ধারাবাহিকই পেয়েছে ৫.৪ পয়েন্ট। মাত্র এক সপ্তাহে প্রথম পাঁচ থেকে ছিটকে নবম স্থানে ‘গীতা এলএলবি’। ৫.০ পয়েন্ট পেয়ে এই স্থানে ধারাবাহিকটি। ৪.৯ পয়েন্ট পেয়ে দশম স্থানে ‘কোন গোপনে মন ভেসেছে’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement