Michael Jackson

মাইকেল জ্যাকসনের জীবনচিত্র, সব কিছু ঠিকঠাক থেকেও কেন বার বার পিছিয়ে যাচ্ছে মুক্তির তারিখ?

প্রতীক্ষায় দিন গুনছেন অনুরাগীরা। সেই ২০২৩ সাল থেকে জল্পনা। ফের পিছিয়ে গেল ছবি মুক্তির তারিখ। বার বার কেন পিছিয়ে যাচ্ছে মুক্তির দিন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ২৩:১৯
Share:

মাইকেল জ্যাকসন। —ফাইল চিত্র।

তিনি ‘কিং অফ পপ’। মাইকেল জ্যাকসন। রুপোলি পর্দায় ফিরছেন তিনি। প্রয়াত পপ সম্রাটের জীবন অবলম্বনে হলিউডে তৈরি হচ্ছে বায়োপিক। ছবির নাম ‘মাইকেল’। লায়ন্সগেট প্রযোজিত এই ছবিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করতে চলেছেন তাঁর ভাইপো জাফর জ্যাকসন। দীর্ঘদিন ধরেই এই ছবিটি নিয়ে চর্চা চলছে। ছবি কবে মুক্তি পাবে সেই প্রতীক্ষায় দিন গুনছেন অনুরাগীরা। ২০২৩ সাল থেকে জল্পনা। ফের পিছিয়ে গেল ছবি মুক্তির তারিখ। বার বার কেন পিছিয়ে যাচ্ছে মুক্তির দিন?

Advertisement

হলিউডের কিংবদন্তি পপ তারকার জীবন নিয়ে সাধারণ মানুষের উৎসাহ ও কৌতূহল অন্তহীন। শিল্পীসত্তা থেকে তাঁর ব্যক্তিগত জীবনের একাধিক বিতর্ক— মাইকেলের জীবনের সব থেকে চর্চিত দিকগুলি নিয়ে তৈরি হবে তাঁর বায়োপিক। এ কথা আগেই ঘোষণা করেছিলেন ছবির নির্মাতারা। আর তাতেই নাকি আসছে বাধা। গায়কের বিরুদ্ধে জর্ডন চ্যান্ডলার ১৯৯৩ সালে যৌন নির্যাতনের অভিযোগ এনেছিলেন। সেই সময় তিনি ছিলেন কিশোর। যদিও ছবির চিত্রনাট্যে মূলত জ্যাকসন এস্টেটের অনুমোদন নিয়ে চ্যান্ডলারের উল্লেখ ছিল। কিন্তু ছবির চূড়ান্ত সংস্করণ থেকে সেটি বাদ দেওয়ার জন্য একটি চুক্তি ছিল। তা প্রকাশ পাওয়ার পর ছবিটি ফের পুনর্নির্মাণ করতে হয়। কথা ছিল, ২০২৫ সালের এপ্রিল মাসে মুক্তি পাবে এই ছবি। অবশেষে ২০২৬ সালের ২৪ এপ্রিল তারিখটি নির্ধারণ করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement