monica vitti

Monica Vitti: প্রয়াত মনিকা ভিত্তি

মিকালেঞ্জেলো আন্তোনিয়োনি পরিচালিত একাধিক কালজয়ী ছবির সুবাদে পরিচিতি ও খ্যাতি পেয়েছিলেন মনিকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ০৮:৩৮
Share:

ছোটবেলা থেকেই পারফর্মিং আর্টে দক্ষ ছিলেন মনিকা।

তাঁকে বলা হত, ‘কুইন অফ ইটালিয়ান সিনেমা’। অভিনয়দক্ষতার পাশাপাশি তাঁর সৌন্দর্যের অনুরাগীও কম ছিল না। ইটালির কিংবদন্তি অভিনেত্রী মনিকা ভিত্তি প্রয়াত হলেন ৯০ বছর বয়সে। বুধবার এই খবর জানান মনিকার স্বামী রবার্তো রুসো।

মিকালেঞ্জেলো আন্তোনিয়োনি পরিচালিত একাধিক কালজয়ী ছবির সুবাদে পরিচিতি ও খ্যাতি পেয়েছিলেন মনিকা। যেগুলির মধ্যে ১৯৬০ সালের ছবি ‘লা আভেন্তুরা’ (দি অ্যাডভেঞ্চার) অন্যতম। এক নির্যাতিতা নারীর ভূমিকায় অভিনয় করেছিলেন মনিকা, যার বন্ধুর প্রেমিকের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। এই ছবি রাতারাতি সাফল্য এনে দিয়েছিল মনিকাকে।

১৯৩১ সালের নভেম্বরে রোমে জন্মানো মনিকা ছোটবেলা থেকেই পারফর্মিং আর্টে ছিলেন দক্ষ। একাকিত্ব কাটানোর জন্য পরিবারের বাকিদের পুতুলনাচ দেখাতেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কম বয়সেই আকৃষ্ট হন থিয়েটারে। পরবর্তী কালে মনিকার সাক্ষাৎকার থেকে জানা যায়, যুদ্ধের সময়ে যখন বোমা পড়ত, তিনি ও তাঁর ভাই মিলে সেই ঘটনার অভিনয় করে বিনোদন জোগাতেন পরিবারের ভয়ার্ত সদস্যদের।

Advertisement

রোমের ন্যাশনাল অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্টস থেকে পাশ করেছিলেন মনিকা। সেখান থেকেই আন্তোনিয়োনির নজরে পড়েন। দু’জনের মধ্যে শৈল্পিক মেলবন্ধন গড়ে ওঠে। দু’জনে জুটি বেঁধে তৈরি করেন ‘লা নত্তে’, ‘দি এক্লিপ্স’র মতো আন্তর্জাতিক মানের সব ছবি। সত্যজিৎ রায়ও মনিকার অনুরাগী ছিলেন। অভিনেত্রীর একটি প্রতিকৃতি এঁকেছিলেন তিনি। মনিকার প্রয়াণে শেষ হল ইটালির স্বর্ণযুগের এক অধ্যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement