Mukesh Khanna on Ekta Kapoor

ধারাবাহিকে মেয়েদের ‘ভুল ভাবে তুলে ধরা হচ্ছে’, মুকেশ খন্নার নিশানায় প্রযোজক একতা কপূর

২০০০-এ শুরু হওয়া ‘কিউঁকি সাস ভি কভি বহু থি’ ২০০৮ পর্যন্ত টিআরপি নিরিখে শীর্ষে ছিল। ২০২৫ সালে সেই ধারাবাহিকটিই ফের ছোটপর্দায় নিয়ে এসেছেন প্রযোজক একতা কপূর। কিন্তু কেন মুকেশের রোষানলে তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৫ ১৭:১৯
Share:

মুকেশ খন্নার নিশানায় এ বার একতা কপূর। ছবি: সংগৃহীত।

সম্প্রতি ছোটপর্দায় ফিরেছেন দর্শকের পছন্দের চরিত্র ‘তুলসী’। জনপ্রিয় ধারাবাহিক ‘কিউঁকি সাস ভি কভি বহু থি’ আবার দর্শকের কাছে নিয়ে এসেছেন প্রযোজক একতা কপূর। এ বার সেই ধারাবাহিক প্রসঙ্গেই একতাকে বিঁধলেন পর্দার ‘শক্তিমান’ মুকেশ খন্না। তাঁর অভিযোগ, এই ধারাবাহিকটি এ দেশের নারীদের ‘স্বার্থপর’ ও ‘ষড়যন্ত্রকারী’ হিসেবে দেখায়, যার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। তাঁর কথায়, সেই ধরনের গল্প দর্শক পছন্দও করেন।

Advertisement

কিছু দিন আগেই এক সাক্ষাৎকারে মুকেশ বলেন, ‘‘আপনার চিন্তা হয় না যে, আপনি নৈতিকতা, সংসারের রীতিনীতি সবকিছুই ঠাট্টার পর্যায়ে নিয়ে গিয়েছেন! আপনি ‘সাস ভি কভি বহু থি’র মতো ধারাবাহিক নিয়ে এসেছেন, যেখানে ছ’জন মহিলা দুল-টিপ পরে বলছেন, ‘দেখি কী করে তোমার বিয়ে হয়’! প্রত্যেক নারীকে স্বার্থপর হিসেবে দেখানো হয় এই ধারাবাহিকে। আমাদের দেশের মহিলারা এমন নন। তা সত্ত্বেও সেই ধারাবাহিক এত জনপ্রিয়তা লাভ করল!’’

প্রসঙ্গত, এক সময়ের জনপ্রিয় এই ধারাবাহিকটি ফের পর্দায় ফিরেছে নতুন অবতারে। গত ২৯ জুলাই থেকে ফের এই ধারাবাহিক ফিরেছে স্মৃতি ইরানি ও অমর উপাধ্যায়কে নিয়েই। তুলসী ও মিহির ভিরানির চরিত্রেই ফিরেছেন তাঁরা। সঙ্গে যুক্ত হয়েছে নতুন চরিত্র। অন্য দিকে, ভারতীয় টেলিভিশনের প্রথম সুপারহিরো ‘শক্তিমান’ মুকেশ প্রায়ই বিনোদন দুনিয়ার নৈতিক মূল্যবোধ ও তার গুরুত্ব নিয়ে কথা বলেন। তাঁর জনপ্রিয় ধারাবাহিক ‘শক্তিমান’ ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত দূরদর্শনে দেখানো হয়েছিল। প্রায় ৪৫০ পর্ব ধরে চলা ওই ধারাবাহিক একাধিক সামাজিক বার্তা তুলে ধরেছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement