Neena Gupta

‘আমার ব্লাউজ়টাও সেলাই হয়ে গিয়েছিল, কিন্তু অমিতাভ....’, কোন আক্ষেপের কথা জানালেন নীনা?

বরাবরই স্পষ্ট মতামত রাখতে পছন্দ করেন নীনা গুপ্ত। কর্মক্ষেত্রে মহিলাদের অবস্থান থেকে শুরু করে বিয়ে, সমস্ত বিষয়েই স্পষ্টবাদী তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ১৬:৪২
Share:

অমিতাভকে নিয়ে কোন আক্ষেপের কথা জানালেন নীনা গুপ্ত? ছবি: সংগৃহীত।

ব্লাউজ় সেলাই করা হয়ে গিয়েছিল। সবই প্রস্তুত ছিল। তা-ও শেষ মুহূর্তে ছবি থেকে বাদ পড়তে হয়েছিল নীনা গুপ্তকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনে আক্ষেপের কথা ভাগ করে নিলেন বর্ষীয়ান অভিনেত্রী।

Advertisement

বর্তমানে তাঁর হাতে পর পর কাজ। তাঁর বয়সি অভিনেত্রীরা কাজের আশায় হন্যে হয়ে ঘুরছেন। কিন্তু একটা সময়ে তাঁকেও ছবি থেকে বাদ পড়তে হয়েছিল, জানিয়েছেন নীনা।

বরাবরই স্পষ্ট মতামত রাখতে পছন্দ করেন নীনা গুপ্ত। কর্মক্ষেত্রে মহিলাদের অবস্থান থেকে শুরু করে বিয়ে, সমস্ত বিষয়েই স্পষ্টবাদী তিনি। কয়েক বছর আগে অভিনয়জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন নীনা। তাঁকে নতুন রকমের চরিত্রে ব্যবহার করতে শুরু করেছেন পরিচালকেরা। কিন্তু একসময়ে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। তবে এখনও কিছু বিষয় প্রশ্ন তোলার মতো বলে মনে করেন নীনা।

Advertisement

সাক্ষাৎকারে নীনা বলেছেন, “আমার বয়সি বা আমার থেকে বেশি বয়সের পুরুষেরাও নায়কের চরিত্রে অভিনয় করছেন বড় পর্দায়। কিছু ক্ষেত্রে আমার কাছে ঠাকুমার চরিত্রও আসছে। পুরুষদের জন্য অসংখ্য চরিত্রাভিনয়ের সুযোগ রয়েছে। আমরা সে সব পাই না। এমন অভিনেত্রীদেরও চিনি, যাঁরা কাজই পাচ্ছেন না।”

নিজের সম্পর্কে নীনা বলেন, “আমি এখনও কাজ পাওয়ার জন্য নিজেই যোগাযোগ করি। কোনও ছবির ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আমার আপ্তসহায়ককে পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে বলি, যদি আমার জন্য কোনও চরিত্র থেকে থাকে। যত বড় তারকাই হও, এটা করে যেতে হবে।”

কিছু দিন আগেও একটি ছবি থেকে বাদ পড়েছেন অকস্মাৎ। সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, “এমনও হয়েছে, ছবির চুক্তিতে স্বাক্ষর করার পরেও বাদ পড়তে হয়েছে। কিছু দিন আগেই একটি ছবির জন্য ডাক এসেছিল। টাকাপয়সা, দিনক্ষণ নিয়ে কথাও হয়ে গিয়েছিল। কিন্তু কয়েক দিন পরে ইনস্টাগ্রামে একটি ভিডিয়োয় দেখলাম, আমারই বয়সি এক অভিনেত্রী প্রযোজকের সঙ্গে দেখা করতে গিয়েছেন। পরে দেখা গেল, আমার জায়গায় ওই অভিনেত্রীই সুযোগ পেয়েছেন।”

অমিতাভ বচ্চনের সঙ্গে পুরনো একটি ছবির কথাও উঠে এসেছে। নীনা বলেছেন, “অমিতাভ বচ্চনের সঙ্গে একটি ছবি করার কথা ছিল। চরিত্রের কস্টিউম হিসেবে আমার ব্লাউজ়ও সেলাই করা হয়ে গিয়েছিল। কিন্তু তার পরেও আমাকে বাদ দিয়ে তনুজাকে নেওয়া হল। তবে এই সব নিয়ে মন খারাপ করে লাভ নেই। এগিয়ে যেতে হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement