Neena Gupta

করোনার টিকা নিতে গিয়ে চিৎকার, কী হল নীনার

নীনাকে দেখা গিয়েছিল নেটফ্লিক্সের ‘মাসাবা মাসাবা’ ওয়েব সিরিজে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মার্চ ২০২১ ১৮:৫০
Share:

নীনা গুপ্ত।

করোনাভাইরাসে টিকা নিলেন অভিনেত্রী নীনা গুপ্ত। টিকা নেওয়ার একটি ভিডিয়োও পোস্ট করলেন ইনস্টাগ্রামে। দেখা গেল, সূচটা চামড়ায় ফুটতেই ‘মাম্মি’ বলে চিৎকার করে উঠলেন ৬১ বছরের অভিনেত্রী।

Advertisement

কালো পোশাকে, মুখে মাস্ক পরে টিকা নিতে গিয়েছিলেন নীনা। ভিডিয়োয় তিনি বলছেন, “করোনার টিকা নিচ্ছি। খুব ভয় করছে কিন্তু তাও এসেছি।“ এর পরেই টিকা নিতে নিতে ‘মাম্মি’ বলে চিৎকার করে উঠেছিলেন তিনি। টিকা নেওয়ার পর ‘হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে’ বলে স্বস্তির শ্বাস ফেললেন অভিনেত্রী। ভিডিয়োটি শেয়ার করে নীনা ইনস্টাগ্রামে লেখেন, ‘পেয়ে গিয়েছি টিকা’। একই সঙ্গে যে হাসপাতালে তাঁর টিকাকরণ হয়েছে, সেই হাসপাতালকেও ধন্যবাদ জানিয়েছেন নীনা।

নীনাকে দেখা গিয়েছিল নেটফ্লিক্সের ‘মাসাবা মাসাবা’ ওয়েব সিরিজে। সেখানে নিজের মেয়ে এবং বলিউডের বিখ্যাত ডিজাইনার মাসাবা গুপ্তর মায়ের ভূমিকাতেই অভিনয় করেছিলেন তিনি। এর পর কবীর খানের স্পোর্টস ড্রামা ‘৮৩’ এবং ‘সর্দার কা গ্র্যান্ডসন’ ছবিতেও দেখা যাবে তাঁকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement