ডানপিটে চুনি খুঁজে বেড়াচ্ছে ভূত, পান্না কী করছে?

গল্পের চুনি অন্বেষা হাজরা বললেন, “দর্শক এই মুহূর্তে দেখছেন চুনি রাত্রিবেলা চলে যাচ্ছে ভূত ধরতে। ওর স্বপ্ন হল ভূত দেখবে। সম্প্রতি সে নিজের দিদির বিয়ে ভেঙেছে। তার মানে এই নয় যে সে খুব হার্মফুল। দিদি অন্য এক জনকে ভালবাসে বলে ইচ্ছে করেই বিয়ে ভেঙেছে। জোর করে চাপিয়ে দেওয়া সম্পর্ক কি দু’জন মানুষকে আনন্দ দেয়? না তো। দিদির বিয়ে তার সঙ্গেই দিয়েছে যাকে দিদি ভালবাসে।”

Advertisement

মৌসুমী বিলকিস

কলকাত শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ ১৯:৩৭
Share:

গল্পের চুনি অন্বেষা হাজরা।

চুনি ভীষণ ডানপিটে এক মেয়ে। বিদঘুটে এক ইচ্ছে তাকে তাড়া করে বেড়ায়। সে খুঁজে বেড়ায় ভূত। কিন্তু ভূতে ভয় না পেলে কী হবে, তার কাছে শ্বশুরবাড়ি মানে ত্রাস। তাই বিয়ে করতে চায় না সে। শ্বশুরবাড়ি সম্পর্কে তার ধারণার যাবতীয় উৎস টিভি সিরিয়াল। ‘চুনিপান্না’ ধারাবাহিকের চুনি এই রকমই এক চরিত্র। চুনিকে এই মুহূর্তে দর্শক কী ভাবে দেখছেন?

Advertisement

গল্পের চুনি অন্বেষা হাজরা বললেন, “দর্শক এই মুহূর্তে দেখছেন চুনি রাত্রিবেলা চলে যাচ্ছে ভূত ধরতে। ওর স্বপ্ন হল ভূত দেখবে। সম্প্রতি সে নিজের দিদির বিয়ে ভেঙেছে। তার মানে এই নয় যে সে খুব হার্মফুল। দিদি অন্য এক জনকে ভালবাসে বলে ইচ্ছে করেই বিয়ে ভেঙেছে। জোর করে চাপিয়ে দেওয়া সম্পর্ক কি দু’জন মানুষকে আনন্দ দেয়? না তো। দিদির বিয়ে তার সঙ্গেই দিয়েছে যাকে দিদি ভালবাসে।”

চরিত্রটা ঠিক কেমন? তাঁর চটপট উত্তর: “একটা খুব মজার ক্যারেক্টার। চটপটে, ডানপিটে।” আগে দর্শক তাঁকে কোথায় দেখেছেন? তিনি বললেন, ‘‘কাজললতা’-তে কাজলের ভূমিকায় ছিলাম। ‘বৃদ্ধাশ্রম’, ‘ঠাকুরমার ঝুলি’, ‘জয় কালী কলকাত্তাওয়ালি’ প্রভৃতিতে কাজ করেছি। বড় চরিত্র বললে ‘চুন্নিপান্না’ প্রথম।”

Advertisement

আরও পড়ুন-‘অমানুষিক কাজের চাপ’! স্ট্রোকে মৃত্যু বলিউডের এই তরুণ সাউন্ড ইঞ্জিনিয়ারের

দিব্যজ্যোতি দত্ত

সম্প্রতি শেষ হওয়া ‘জয়ী’ ধারাবাহিকের নায়ক ঋভু দিব্যজ্যোতি দত্ত এখানে চুনির বিপরীতে। তাঁর চরিত্রর নাম নির্ভীক। ঋভুর থেকে কতটা আলাদা নির্ভীক? তিনি বললেন, “আগের চরিত্রটা খুব গম্ভীর ছিল, সিনিয়রিটি ছিল তার মধ্যে। এই ধারাবাহিকে দেখানো হচ্ছে আমার চরিত্রটা ভিতু। ছেলেটি বাড়ির সবার কাছে ডমিনেটেড হয়। তার বাড়িতে এক ভূত আছে। সে-ও তাকে ডিসটার্ব করে। কমেডি ড্রামা।”

চুনি ও নির্ভীক, দুই বিপরীত চরিত্র কী ভাবে পরস্পরকে খুঁজে পায়? দিব্যজ্যোতি বললেন, “গল্প বলা যাবে না। সিরিয়ালটা দেখতে হবে।”

যার বাড়ি দখল করে নিয়েছিল নির্ভীকের দাদু, সেই মহিলাই এখানে ভূত হয়ে বাড়িটায় বসবাস করেন। ভূত ও মানুষের মজার সহাবস্থান দর্শক খুঁজে পাবেন নভেম্বরে শুরু হওয়া ধারাবাহিক ‘চুনিপান্না’-য়। পান্নার ভূমিকায় তুলিকা বসু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন