চেনা ছকেও একঘেয়েমি নেই

পরিচালক শগুফতা রফিক হিন্দিতে যে ধরনের চিত্রনাট্য লিখেছেন, তাঁর প্রথম বাংলা ছবিতেও সেই ঘরানার ছাপই স্পষ্ট। ‘মন জানে না’ও ক্রাইমের সঙ্গে প্রেমের মেলবন্ধন।

Advertisement
শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৯ ০০:০৫
Share:

পরিচালক শগুফতা রফিক হিন্দিতে যে ধরনের চিত্রনাট্য লিখেছেন, তাঁর প্রথম বাংলা ছবিতেও সেই ঘরানার ছাপই স্পষ্ট। ‘মন জানে না’ও ক্রাইমের সঙ্গে প্রেমের মেলবন্ধন।

Advertisement

এক অনাথ মুসলিম ছেলে আমির (যশ দাশগুপ্ত) সুপারি কিলার। কিন্তু অনেক কিছু পেয়েও ভালবাসার শূন্যস্থান পূরণ করতে সে খুঁজে নেয় পরিকে (মিমি চক্রবর্তী)। নিজের প্রকৃত পরিচয় গোপন করে আমির ট্যাক্সি ড্রাইভারের পরিচয় দিয়েই বিয়ে করে পরিকে। তবে ট্যাক্সি চালানোটা তার পার্ট টাইম কাজ। কিন্তু এক দিন আমিরের প্রকৃত পরিচয় জেনে ফেলে পরি। কাউকে কিছু না বলেই উধাও হয়ে যায় সে। দু’বছর পরে পরিকে আবার খুঁজে পায় আমির। কিন্তু তখন সে মাদকাসক্ত, যৌনকর্মী।

মন জানে না পরিচালনা: শগুফতা রফিক অভিনয়: মিমি চক্রবর্তী, যশ দাশগুপ্ত, শতাফ ফিগার ৫/১০

Advertisement

চেনা ছক ভেঙে পরিচালক শগুফতা এর পরে অন্য ভাবে গল্প সাজিয়েছেন। এই ধরনের ছবিতে পরের দৃশ্যে কী ঘটতে চলেছে, তা আগেভাগেই দর্শক অনুমান করে নিতে পারেন। কিন্তু পরিচালক এখানে মুনশিয়ানার পরিচয় দিয়েছেন। বেশ কিছু চমক রয়েছে। টানটান চিত্রনাট্য একঘেয়েমি আনেনি। মিমি খুবই বিশ্বাসযোগ্য। শান্ত গৃহবধূ থেকে মাদকাসক্ত মেয়ের চরিত্রে তাঁর অভিনয় দাগ কাটে। তবে রোম্যান্টিক দৃশ্যে যশ যতটা সাবলীল, দুঃখ-বেদনা আর রাগের দৃশ্যে আর একটু প্রাণবন্ত হতে পারতেন অভিনেতা। মুরাদ ভাইয়ের চরিত্রে শতাফ ফিগার যথাযথ। বন্ধুর চরিত্রে রাজদীপ গুপ্ত ও পুলিশ ইন্সপেক্টর হিসেবে শঙ্কর চক্রবর্তীও নজর কেড়েছেন। ছবির শেষ দৃশ্যে অসামঞ্জস্যতা থাকলেও বাণিজ্যিক ছবিতে এ সব ভুলত্রুটির হিসেব-নিকেশ না করাই যায়। একটি করুণ প্রেমের গল্প আর গোটা ছবি জুড়ে ‘কেন যে তোকে’র সুরের রেশ হল থেকে বেরোতে বেরোতেও রয়ে যায়।

ঈপ্সিতা বসু

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন