প্রথম প্লেব্যাক

অনুপম কেন ভাবলেন, নোবেল তাঁর গানের সঙ্গে সুবিচার করতে পারবেন?

Advertisement
শেষ আপডেট: ১২ মার্চ ২০১৯ ০০:৩৮
Share:

নোবেল-অনুপম

এখনও ‘সা রে গা মা পা’-র ফাইনাল রাউন্ড হয়নি। কিন্তু নোবেলকে চেনেন না, টেলিভিশন দেখা এমন বাঙালি কম। তিনি এ বার গাইবেন অনুপম রায়ের কথায়-সুরে। তা-ও সৃজিত মুখোপাধ্যায়ের ‘ভিঞ্চিদা’ ছবিতে। এত বড় ব্যানারে, নামকরা পরিচালকের ছবিতে জীবনের প্রথম প্লেব্যাক গাইতে পেরে স্বভাবতই গর্বিত নোবেল।

Advertisement

অনুপম কেন ভাবলেন, নোবেল তাঁর গানের সঙ্গে সুবিচার করতে পারবেন? ‘‘আমি ‘সা রে গা মা পা’-এ এক বার পারফর্ম করতে গিয়েছিলাম। তখনই নোবেলের সঙ্গে আমার আলাপ হয়। কথা বলে ছেলেটিকে বেশ ভাল লাগে। আর গানটা তো ও ভালই গায়। ইউটিউবেও ওর কিছু গান শুনেছি আমি। সেগুলোও বেশ ভাল। আমি তো সব সময়েই নতুন গলার খোঁজে থাকি। তাই মনে হয়েছিল, নোবেলকে একটা সুযোগ দেওয়া যেতে পারে,’’ বলছিলেন অনুপম। গানটার নাম ‘তোমার মনের ভেতর’। ছবিটা যেহেতু থ্রিলার, তাই এই গানটায় একটা রকের মেজাজ রয়েছে, তার সঙ্গে গানটি ‘এজি’ও। ‘সা রে গা মা পা’-এর সঙ্গে কোনও চুক্তির সমস্যাও হয়নি নোবেলের। সম্প্রতি গানের রেকর্ডিং শেষ করলেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement