Entertainment News

অনুষ্কা ছাড়াও বিরাটকে ‘ভালবাসেন’ এই বলি নায়িকা!

এ বার ভাবছেন, আর এক নায়িকা কে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৭ ১৭:২৯
Share:

গেস করুন তো, ইনি কে?

অনুষ্কা শর্মার সঙ্গে যে বিরাট কোহালি ডেটিং করছেন, তা আপনাদের জানা। কিন্তু অনুষ্কা ছাড়াও বিরাটকে ভালবাসেন আরও এক বলি নায়িকা! সে খবর এত দিন জানতেন?

Advertisement

অবাক লাগলেও এ খবর সত্যি। আর সে কথা নিজেই জানিয়েছেন ওই নায়িকা স্বয়ং।

আরও পড়ুন, রুক্মিণীর সঙ্গে কম্পিটিশন? কোয়েল বললেন…

Advertisement

এ বার ভাবছেন, আর এক নায়িকা কে? তিনি হলেন করিনা কপূর।

চমকে উঠলেন? আহা, ক্রিকেটার বিরাটকে ভালবাসেন করিনা, ভালবাসেন বিরাটের খেলা। হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী করিনা বলেছেন, ‘‘বিরাট আমার ফেভারিট। ও যেভাবে খেলে আমার দারুণ লাগে। আমরা যে এত ম্যাচ জিতছি, তার পিছনে তো ওর অবদানই মূল। আমার তো মনে হয়, ও এখনই দ্বিতীয় সচিন তেন্ডুলকর হয়ে গিয়েছে।’’

আরও পড়ুন, ফেসবুকে আড্ডা লাইভ @ মহালয়া

বিরাট আপনি শুনলেন? এখন কিন্তু বেগমসাহেবাও আপনার ভক্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement