শেফালীকে নিয়ে মুখ খুললেন পরাগ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
কেটে গিয়েছে প্রায় সাত দিন। শেফালী জরীওয়ালার মৃত্যুর পরে ভেঙে পড়েছিলেন তাঁর স্বামী পরাগ ত্যাগী। শোকের মধ্যেও হয়েছিলেন কটাক্ষের শিকার। অবশেষে মৃত্যুর সাত দিন পরে মুখ খুললেন তিনি। শেফালীকে নিয়ে তাঁর ভাবনা চিন্তা সব ভাগ করে নিলেন।
শেফালীর মনের মধ্যে আগুন ছিল। বাইরে থেকে সেই আগুনের আঁচ পাওয়া যেত না। মনে করেন পরাগ। তাই তিনি লিখলেন, “‘কাঁটা লগা’র জন্য চিরকাল মনে রাখা হবে ওকে। কিন্তু ওকে আমরা যে ভাবে দেখেছি, তার চেয়ে অনেক বেশি ব্যাপ্তি ওর। মাধুর্যে মোড়া এক অগ্নিপিণ্ড ছিল ও। খুবই বুদ্ধিদীপ্ত, নিজের লক্ষ্যে অবিচল।”
শেফালীর কাজ করার ধরন, কাজের প্রতি নিষ্ঠা, জীবনযাপন— সব বিষয়ের প্রশংসা করছেন তাঁর স্বামী। কিন্তু কাজের বাইরেও এক অন্য সত্তা ছিল তাঁর। সবাইকে সহজে আগলে নিতেন ও ভালবাসতেন। তাই পরাগ লিখেছেন, “সাফল্যের উর্ধ্বেও ভালবাসার জন্য ওকে সকলে চিনত। স্বার্থহীন ভাবে ভালবাসতে জানত ও। ও সকলের মায়ের মতো ছিল। নিজের চেয়ে অন্যদের বেশি গুরুত্ব দিত। সকলকে ভালবাসা ও মায়া মমতায় জড়িয়ে রাখতে পারত ও। শেফালী একাধারে অসাধারণ কন্যা, অসাধারণ স্ত্রী এবং আমাদের পোষ্য সিম্বার অসাধারণ মা।”
বন্ধু হিসাবেও শেফালী নাকি দারুন ছিলেন। অভিনেত্রীর মৃত্যুর পরে অশ্রুস্নাত পরাগকে দেখা গিয়েছিল ছবিশিকারিদের ক্যামেরায়। কিন্তু শোক নয়। শেফালীকে তাঁর উজ্জ্বল ব্যক্তিত্বের জন্য মনে রাখতে চান পরাগ। তাঁর কথায়, “ওর ঔজ্জ্বল্যে সকলে আলোকিত হত। ওর জীবনযাপন অনুপ্রেরণা জোগাত।” তাই নিজের স্ত্রীকে সেই ভাবেই মনে রাখতে চান পরাগ।