আবার বিতর্কে মধুবনী গোস্বামী? ছবি: সংগৃহীত।
বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না অভিনেত্রী মধুবনী গোস্বামীর। তাঁর কথায় অত্যন্ত বিরক্ত অনুরাগীরা। নিজের ব্যবসার প্রচার করতে গিয়ে ফের বিতর্কে অভিনেত্রী। মধুবনী বলেন, “বাপের পয়সা থাকলে এই ভিডিয়ো আপনার জন্য নয়।” ব্যস, এ কথা শুনেই রেগে আগুন দর্শকের একাংশ। বাবা তুলে কেন কথা বলবেন অভিনেত্রী?
সম্প্রতি, একই ধাঁচে নিজের গয়নার সংস্থার প্রচার শুরু করেছিলেন অভিনেত্রী শ্রদ্ধা কপূর। যদিও বলিনায়িকার প্রচারকৌশল নিয়ে কারও মনে প্রশ্ন তৈরি হয়নি। কিন্তু সেই অনুকরণে মধুবনীর প্রচারকৌশল একেবারেই পছন্দ হয়নি কারও। উল্টে নেতিবাচক মন্তব্যে ভিড় সমাজমাধ্যম জুড়ে। এক জন বলেছেন, “শেষে বাবা তুলে কথা বলছেন, ছিঃ!” আবার এক জনের মন্তব্য, “এমন ভাবে বলছেন যেন আপনিই সবাইকে কাজ দেবেন।” শ্রদ্ধাকে নকল করেছেন, এমন কটাক্ষও শুনতে হয়েছে মধুবনীকে।
যদিও এই সব কটাক্ষের এখনও কোনও জবাব আসেনি অভিনেত্রীর তরফে। আগে অনেক বারই বিতর্কে জড়িয়েছেন মধুবনী এবং তাঁর স্বামী রাজা গোস্বামী। বাঙালি ব্যবসায়ীদের লঘু করে দেখার প্রসঙ্গে তাঁদের মতামত বিরক্তির কারণ হয়েছিল অনেকের। প্রসঙ্গত, এই মুহূর্তে মধুবনী শুধুই মন দিয়েছেন তাঁর ব্যবসার কাজে। অন্য দিকে রাজাকে এখন দেখা যাচ্ছে ‘চিরসখা’ ধারাবাহিকে।