Deepika Padukone-Ranveer Singh

‘১৬-১৮ ঘণ্টা কাজ করেছে’, রণবীরের সঙ্গে দীপিকার মধ্যে কি ‘লড়াই’ বাধিয়ে দিলেন ‘ধুরন্ধর’ পরিচালক?

ছবির ঝলক সা়ড়া ফেলেছে। একেবারে অন্য রূপে দেখা গিয়েছে রণবীর সিংহকে। এমন ভয়ানক রূপে আগে তাঁকে দেখেননি দর্শক। তবে এর নেপথ্যে রয়েছে নাকি ১৬ থেকে ১৮ ঘণ্টার পরিশ্রম।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ২১:১৩
Share:

রণবীর-দীপিকার মধ্যে প্রতিযোগিতার উস্কানি দিলেন আদিত্য? ছবি: সংগৃহীত।

আট ঘণ্টার বেশি কাজ করবেন না। মা হওয়ার পরে এই শর্ত রেখেছেন দীপিকা পাড়ুকোন। তার পর থেকে পর পর কাজ হাতছাড়া হয়েছে তাঁর। কটাক্ষও শুনতে হয়েছে। আবার তাঁকে সমর্থনও করেছেন অনেকে। এই বিতর্কে এ বার ঘি ঢাললেন ‘ধুরন্ধর’ ছবির পরিচালক আদিত্য ধর।

Advertisement

ছবির ঝলক সা়ড়া ফেলেছে। একেবারে অন্য রূপে দেখা গিয়েছে রণবীর সিংহকে। এমন ভয়ানক রূপে আগে তাঁকে দেখেননি দর্শক। তবে এর নেপথ্যে রয়েছে নাকি ১৬ থেকে ১৮ ঘণ্টার পরিশ্রম। দাবি করেছেন আদিত্য নিজে। ঝলকমুক্তি অনুষ্ঠানে পরিচালক বলেছেন, “অভিনেতা থেকে শুরু করে প্রত্যেকেই টানা দেড় বছর ধরে দিনে ১৬ থেকে ১৮ ঘণ্টা করে কাজ করেছেন। কিন্তু এর পরেও কেউ এক বারও এই নিয়ে কোনও অভিযোগ জানাননি।”

আদিত্য যখন এই মন্তব্য করছিলেন, তখন তাঁর ঠিক পাশেই দাঁড়িয়েছিলেন দীপিকার স্বামী রণবীর সিংহ। তাই নতুন করে এই বিতর্ক ঘনীভূত হয়েছে। রণবীর ও ছবির সকলের প্রশংসা করতেই এই মন্তব্য করেছিলেন আদিত্য। কিন্তু নেটাগরিকের একাংশের দাবি, দীপিকাকে খোঁচা দিতেই এই মন্তব্য করেছেন আদিত্য।

Advertisement

গত বছর সেপ্টেম্বর মাসে মা হয়েছেন দীপিকা। তার পর থেকে কন্যা দুয়াকে সময় দেবেন বলে ঠিক করেছেন তিনি। তাই শর্ত রেখেছিলেন, আট ঘণ্টার বেশি কাজ করবেন না। এই শর্তের কারণে সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ‘স্পিরিট’ থেকে বাদ পড়েছিলেন তিনি। এমনকি ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিকুয়েল থেকেও নাকি একই কারণে বাদ পড়েছেন তিনি। এই মুহূর্তে দীপিকা ব্যস্ত শাহরুখের ছবি ‘কিং’ নিয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement