‘থ্রি ইডিয়টস’-এর ক্লাইম্যাক্স দৃশ্যটি মনে পড়ছে? লাদাখ বরাবরই পর্যটকদের অত্যন্ত পছন্দের জায়গা। লাদাখের প্যাংগং লেকের এই লোকেশনে বহু বলিউড ছবির শুটিং হয়েছে। ‘থ্রি ইডিয়টস’, ‘জব তক হ্যায় জান’ সেগুলির মধ্যে অন্যতম।
দার্জিলিংও বলিউডের অন্যতম প্রিয় শুটিং ডেস্টিনেশন। রাজেশ খান্না ও শর্মিলা ঠাকুরের ‘মেরে স্বপ্ন কি রানি’ গানটির শুটিং হয়েছিল দার্জিলিংয়ের টয় ট্রেনে। রণবীরের ‘বরফি’ ছবিরও শুটিং হয়েছে কুইন অব হিলসেই।
কাশ্মীরের প্রতি ভালবাসা বলিউডের বহু পুরনো। ‘কাশ্মীর কি কলি’ ছবিতে কাশ্মীরের প্রাকৃতিক শোভাকে যে ভাবে ফ্রেমবন্দি করা হয়েছিল, তা আজও দর্শকদের মনে রয়েছে। স্বর্গীয় রূপের এমন উপত্যকায় বলিউডের অনেক ছবিরই শুটিং হয়েছে। ‘হায়দর’, ‘রকস্টার’, ‘জব তক হ্যায় জান’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ এদের অন্যতম।
‘জব উই মেট’-এর ‘ইয়ে ইস্ক হায়ে’ গানটি মনে পড়ছে? গানের শুটিং কিন্তু হয়েছিল হিমাচলপ্রদেশের রোটাং পাসে। এ ছাড়াও বলিউডের বহু ফিল্মের শুটিং হয়েছে এই লোকেশনে।
পঞ্জাবের হলুদ সর্ষে খেতে বলিউডের ফেভারিট শুটিং স্পট, এ কথা বলাই যায়। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র এই বিখ্যাত দৃশ্য কোনও দিনই বলিউডের ফ্যানেরা ভুলতে পারবেন না। এই লোকেশনে বলিউডের বহু ছবিরই শুটিং হয়েছে।
দিল্লির ইন্ডিয়া গেটও বলিউড পরিচালকদের অন্যতম পছন্দের শুটিং লোকেশন। ‘জন্নত টু’, ‘রং দে বাসন্তী’, ‘দিল্লি সিক্স’, ‘রকস্টার’— এ রকম অনেক ছবির শুটিং হয়েছে এই লোকেশনে।
মুম্বইয়ের বিখ্যাত মেরিন ড্রাইভ। এই লোকেশনে বলিউডের অসংখ্য ছবির শুটিং হয়েছে। ‘ওয়েক আপ সিড’, ‘হাসি তো ফাসি’— এদের অন্যতম।
মনে পড়ছে ‘চেন্নাই এক্সপ্রেস’-এ চা বাগানের সরু রাস্তা ধরে কাঞ্জিভরম সিল্কে সেজে দীপিকা দৌড়ে যাচ্ছেন? কেরলের মুন্নার চা বাগানের এই লোকেশনে কিন্তু বলিউডের বহু ছবিরই শুটিং হয়েছে।
রাজস্থানও বরাবর বলিউডের ফেভারিট শুটিং স্পট। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘রামলীলা’, ‘খুবসুরত’— এমন বহু ছবিরই শুটিং হয়েছে উদয়পুর প্যালেসে।
গোয়া। বলিউডের ‘হট’ ফেভারিট শুটিং ডেস্টিনেশন। আগুয়াডা ফোর্টে ‘দিল চাহতা হ্যায়’ ছবির এই বিখ্যাত দৃশ্যটি মনে পড়ছে? গোয়া গেলে হাতের মুঠোয় পাবেন এমন বহু বলিউড ছবির শুটিং দৃশ্য।