Ranbir Kapoor-Alia Bhatt

গৃহপ্রবেশের অপেক্ষায় রণবীর-আলিয়ার সমুদ্রমুখী নতুন ঠিকানা! কেমন দেখতে হল তাঁদের স্বপ্নের বাসস্থান?

ছ’তলা এই বাড়ি ইতিমধ্যেই নজির গড়ে ফেলেছে। এর চেয়ে বেশি দামের বাড়ি ভারতের আর কোনও তারকার নেই বলে জানা যাচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৫ ১৪:১৮
Share:

আলিয়া-রণবীরের নতুন বাড়ি দেখতে কেমন! ছবি: সংগৃহীত।

রণবীর ও আলিয়ার স্বপ্নের ঠিকানা এখন গৃহপ্রবেশের অপেক্ষায়! বহু দিন ধরেই তারকা জুটির এই বাড়ি নিয়ে অনুরাগীদের মধ্যে জল্পনা তুঙ্গে। দীর্ঘ প্রতীক্ষার পরে এ বার সেই আকাশছোঁয়া দামের বাড়ির ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়ল সমাজমাধ্যমে।

Advertisement

ছ’তলা এই বাড়ি ইতিমধ্যেই নজির গড়ে ফেলেছে। এর চেয়ে বেশি দামের বাড়ি নাকি দেশের আর কোনও তারকার নেই, এমনটাই জানা যাচ্ছে। এমনকি, শাহরুখ খানের বাড়ি ‘মন্নত’কেও ছাপিয়ে গিয়েছে রণবীর ও আলিয়ার নতুন বাসস্থান। বাড়িটির দাম এই মুহূর্তে ২৫০ কোটি টাকা বলে জানা গিয়েছে। মুম্বইয়ের বান্দ্রার পালি হিল এলাকায় এই বাড়িটি আদতে রাজ কপূর ও কৃষ্ণা রাজ কপূরের বাড়ি। আশির দশকে এটি ঋষি কপূর ও নীতু কপূরকে লিখে দিয়েছিলেন তাঁরা। সেই বাড়িই উত্তরাধিকার সূত্রে এখন রণবীর ও আলিয়ার হাতে।

পুরনো এই বাড়ির কিছুটা সংস্কার ও অনেকটা পুনর্নির্মাণের কাজ চলেছে কয়েক বছর ধরে। আলিয়া ও রণবীর প্রায়ই সেখানে গিয়ে দাঁড়িয়ে থেকে কাজ দেখেছেন। ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, বাড়ির অন্দরসজ্জাও প্রায় শেষের পথে। সবুজে ঘেরা প্রাসাদপ্রমাণ বাড়ি থেকে দেখা যাবে আরব সাগর। অনুরাগীরা বাড়ির ঝলক দেখে মুগ্ধ। শোনা যাচ্ছে, চলতি বছর দীপাবলিতেই মেয়ে রাহাকে নিয়ে এই নতুন ঠিকানায় চলে আসবেন রণবীর-আলিয়া।

Advertisement

শুধু শাহরুখের ‘মন্নত’ নয়, এই বাড়ি দামের নিরিখে ছাড়িয়ে গিয়েছে অমিতাভ বচ্চনের ‘জলসা’কেও। নতুন বাড়ি নিয়ে ব্যস্ততার পাশাপাশি রণবীর ও আলিয়া তাঁদের আসন্ন ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’-এর কাজও চালিয়ে যাচ্ছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement