Bollywood

ফের প্রেম করছেন রণবীর কপূর, কিন্তু কার সঙ্গে জানেন?

বলিউডে এখন জোর গুঞ্জন, আবার প্রেমে মজেছেন রণবীর কপূর। অনেকে আবার বলছেন, এটা নতুন কিছু নয়। এই সম্পর্কটির জন্যই নাকি রণবীরের সঙ্গে দূরত্ব বেড়েছিল ক্যাটরিনার। ক্যাটির সঙ্গে সম্পর্ক এখন অতীত। আর তাই যেন হঠাত্ করেই সামনে এসে পড়েছে রণবীরের সেই ‘গোপন’ সম্পর্ক। অন্তত এমনটাই দাবি করা হয়েছে বি-টাউনের একটি মিডিয়া রিপোর্টে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩১
Share:

বলিউডে এখন জোর গুঞ্জন, আবার প্রেমে মজেছেন রণবীর কপূর। অনেকে আবার বলছেন, এটা নতুন কিছু নয়। এই সম্পর্কটির জন্যই নাকি রণবীরের সঙ্গে দূরত্ব বেড়েছিল ক্যাটরিনার। ক্যাটির সঙ্গে সম্পর্ক এখন অতীত। আর তাই যেন হঠাত্ করেই সামনে এসে পড়েছে রণবীরের সেই ‘গোপন’ সম্পর্ক। অন্তত এমনটাই দাবি করা হয়েছে বি-টাউনের একটি মিডিয়া রিপোর্টে।

Advertisement

কার সঙ্গে প্রেম করছেন রণবীর? ওই মিডিয়া রিপোর্টের দাবি, এই বছরের শুরুতে একটা বিজ্ঞাপনের শুটিংয়ে এক সঙ্গে কাজ করার সময় বন্ধুত্ব ও পরে প্রেমের দিকে গড়ায় সম্পর্কটি। রণবীরের সঙ্গে তাঁকে বেশ কয়েক বার ডিনারেও দেখা গিয়েছে।

ওই মিডিয়া রিপোর্টের দাবি অনুযায়ী, রণবীরের সঙ্গে ইদানীং যাঁকে দেখা যাচ্ছে, যাঁর সঙ্গে রণবীর গোপনে প্রেম করছেন বলে খবর, তিনি শ্রুতি হাসান।

Advertisement

তবে এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন রণবীর কপূরের এক ঘনিষ্ঠ বন্ধু। একটি বিবৃতিতে তিনি জানান, “রণবীর আর শ্রুতির মধে বন্ধুত্ব ছাড়া কিছুই নেই। রণবীর এখন সিঙ্গল। আর ও এই ভাবেই কিছু দিন থাকতে চায়।”


যাঁর সঙ্গে রণবীর গোপনে প্রেম করছেন বলে খবর, তিনি শ্রুতি হাসান।

আরও পড়ুন...
গুড়গাঁওয়ে আতিফ আসলামের অনুষ্ঠান বাতিল

এ বার সবচেয়ে বড় দুর্গা নোয়াখালিতে

আমার দুর্গাপুজো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement