Serial

‘রানিমা’র জয়, জোর লড়াইয়ে ‘মোহর’, ‘সাঁঝের বাতি’

চারু-আর্য-মিশমি ট্রায়ো ভাল ছাপ ফেলেছে দর্শক মনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২০ ১৪:৩৯
Share:

ফের শীর্ষে ‘রাণী রাসমণি’।

হ্যাট্রিকের পথে ‘রাণী রাসমণি’? পর পর দু’সপ্তাহ শীর্ষস্থান ‘রানিমা’র দখলে। এ বারেও টিআরপি রেটিং ১০.৮। রানিমা এগিয়ে আসায় দ্বিতীয়, তৃতীয় স্থান নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই ছিল ‘মোহর’ আর ‘কৃষ্ণকলি’র মধ্যে। চলতি সপ্তাহে তারা কে কোথায়? ১০.৬ পেয়ে দ্বিতীয় ‘মোহর’। ১০.১ সংগ্রহ করে তৃতীয় ‘সাঁঝের বাতি’। অর্থাৎ, চারু-আর্য-মিশমি ট্রায়ো ভাল ছাপ ফেলেছে দর্শক মনে।

Advertisement

এ বার বাকিদের পালা। সবাইকে অবাক করে ৯.৩ পেয়ে চতুর্থ স্থানে পিছিয়ে গিয়েছে কৃষ্ণকলি। ‘নিখিল’-‘শ্যামা’র প্রবল প্রতিদ্বন্দ্বী ‘অশোক’ জেলে।

টানটান উত্তেজনায় সাময়িক ভাটার টানই কি রেটিংয়ে ছাপ ফেলেছে? এর পর যারা রয়েছে পর পর— ‘খড়কুটো’, ‘যমুনা ঢাকি’, ‘শ্রীময়ী’। উঠে এসেছে ‘দিদি নম্বর ১’। ৮.১ রেটিং সংগ্রহ করে। ‘ভাগ্যলক্ষ্মী’, ‘আলো ছায়া’ এ সপ্তাহে জায়গা বদল করেছে।

Advertisement

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আরও পড়ুন: চাপ কমাতে জেলে যোগে ভরসা রিয়ার ​

আরও পড়ুন: কৈশোরে ব্যর্থ বিয়ে, অজ্ঞাত প্রেমিকের সঙ্গে লিভ ইন, মাহি গিল নারাজ সন্তানের বাবার নাম প্রকাশে​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন