Pushpa: The Rise

Rashmika Mandanna: ‘পুষ্পা’-র সাফল্যে লক্ষ্মীলাভ রশ্মিকার, পারিশ্রমিক বাড়িয়ে কত টাকা পাচ্ছেন অভিনেত্রী

সৌরভ-ত্বরিতা সবার আগে একে অন্যের ভাল বন্ধু, সেই বন্ধুত্বই তাঁরা দাম্পত্যেও ধরে রেখেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২২ ১৩:৫৯
Share:

‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তিতে অভিনয়ের জন্য ২ কোটি টাকা পেয়েছিলেন অভিনেত্রী।

ছবি মুক্তির প্রায় এক মাস হতে চলল। বক্স অফিসে এখনও গুছিয়ে ব্যবসা করছে ‘পুষ্পা: দ্য রাইজ’। তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়ের পাশাপাশি হিন্দিতেও মুক্তিপ্রাপ্ত এই ছবি বলিউড-হলিউডকে টক্কর দিয়েছে অনায়াসে। আর এই সাফল্যের পরেই এক লাফে পারিশ্রমিক বাড়িয়ে নিয়েছেন ছবির নায়িকা রশ্মিকা মন্দনা।

‘পুষ্পা’-র জয়যাত্রা এখানেই শেষ নয়। পরিচালক সুকুমার সিক্যুয়েলের কথা ঘোষণা করেছেন আগেই। নাম ‘পুষ্পা: দ্য রুল’। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এই ছবিতে অভিনয়ের জন্য ৩ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন রশ্মিকা। ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তিতে অভিনয়ের জন্য ২ কোটি টাকা পেয়েছিলেন অভিনেত্রী। বক্স অফিসে ছবির তুমুল সাফল্যের পর ৫০ শতাংশ পারিশ্রমিক বাড়িয়েছেন মন্দনা।

Advertisement

ছবিতে নায়ক অল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছেন রশ্মিকা। তাঁর চরিত্রের নাম শ্রীবল্লী। ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে ‘পুষ্পা: দ্য রুল’-এর শ্যুট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement