Rashmika Mandanna

‘চাই, পুরুষদের ঋতুস্রাব হোক’, হঠাৎ কী কারণে এমন ইচ্ছাপ্রকাশ রশ্মিকা মন্দানার?

এমনিতে তিনি অতিসাবধানী। এ বার নিজের আচরণের বিরুদ্ধে গিয়ে মন্তব্য করলেন রশ্মিকা। জানালেন, তিনি চান পুরুষদেরও ঋতুস্রাব হোক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৯:৩৩
Share:

কেন এমন মন্তব্য করলেন রশ্মিকা? —ফাইল চিত্র।

রশ্মিকা মন্দানা এমনিতে খুব বেশি বিতর্কে জড়ান না। অভিনেত্রী সবসময়ে মেপে বুঝে কথা বলতেই পছন্দ করেন। তাতে অবশ্য অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি লোকের মন জুগিয়ে কথা বলেন। এ বার যেন নিজের আচরণের বিরুদ্ধে গিয়েই এক মন্তব্য করে বসলেন রশ্মিকা। জানালেন, তিনি চান পুরুষদেরও ঋতুস্রাব হোক।

Advertisement

সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রশ্মিকা। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, এমন কোন জিনিস রয়েছে, যার অভিজ্ঞতা পুরুষদেরও হোক বলে তিনি চান। তাতেই রশ্মিকা বলেন, ‘‘পুরুষরা ঋতুমতী হোক, তবেই তারা আমাদের কষ্ট-যন্ত্রণা বুঝতে পারবে।’’ অভিনেত্রীর এই মন্তব্যের পরেই তাঁকে নিয়ে দ্বিধাবিভক্ত সমাজমাধ্যম। নেটপাড়ার একাংশ দাবি করেছে, শত্রুতা নয়, বরং অভিনেত্রী সহমর্মী হওয়ার কথা বলেছেন। উল্টো দিকে অন্য একাংশ অভিনেত্রীর এ-হেন মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন।

সম্প্রতি দীপিকা পা়ড়ুকোনের আট ঘণ্টা কাজের দাবিকে সমর্থন করেছেন রশ্মিকা। যদিও তাঁকে নিয়ে সম্প্রতি সন্দীপ রেড্ডী বাঙ্গা জানান, রশ্মিকা সময় মেপে কাজ করেন না। এ বার সেই রশ্মিকাই কাজের ক্ষেত্রে সময়সীমা থাকার পক্ষে সওয়াল করেছেন। তা হলে পরিচিত রশ্মিকা কি নিজের ছক ভাঙছেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement