Entertainment News

অভিনয়ের পাশাপাশি রেস্তোরাঁর মালিকও এই বলি তারকারা!

যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। অভিনেতা বলে কি ব্যবসায়ী হওয়া যায় না। হওয়া যে যায় এবং খুব সফলভাবেই যায়, তা দেখিয়েছেন বলি তারকারাই। অভিনয় করেছেন চুটিয়ে, অন্যদিকে ব্যবসাটাও সামলেছেন দুর্দান্তভাবে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ মার্চ ২০১৭ ১২:২০
Share:
০১ ০৭

অর্জুন রামপাল: <br> অভিজাত ক্লাব ‘ল্যাপ’-এর মালিক অর্জুন রামপাল। নতুন দিল্লির এই ক্লাব সুন্দর পরিবেশ এবং উন্নতমানের খাবারের জন্য জনপ্রিয়।

০২ ০৭

শিল্পা শেট্টি: <br> শুধু আইপিএল টিমের মালকিনই নন, মুম্বইয়ের ‘রয়্যালটি’ ক্লাবেরও মালকিনও তিনি।

Advertisement
০৩ ০৭

সুস্মিতা সেন: <br> নিজের রেস্তোরাঁতেও বাঙালিয়ানার ছোঁয়া রেখেছেন প্রাক্তন মিস ইউনিভার্স। নভি মুম্বইয়ে তাঁর বাঙালি রেস্তোরাঁর নাম ‘বাঙালি মাসি’স কিচেন’।

০৪ ০৭

সুনীল শেট্টি: <br> একটি রেস্তোরাঁ চেনের মালিক সুনীল। পাশাপাশি মুম্বইয়ের একটি বুটিকও রয়েছে তাঁর।

০৫ ০৭

ডিনো মোরিয়া: <br> বলিউড থেকে বিদায় নেওয়ার পর হোটেল ব্যবসাতেই মন দিয়েছেন দিনো। তাঁর ‘ক্রেপ স্টেশন ক্যাফে’র একটি চেন <br> সারা ভারতেই রয়েছে। এখানকার প্যানকেক, এগ বেনেডিক্ট খুবই জনপ্রিয়।

০৬ ০৭

চাঙ্কি পাণ্ডে: <br> মুম্বইয়ের ‘এলবো রুম’ রেস্তোরাঁর মালিক চাঙ্কি পাণ্ডে।

০৭ ০৭

মিঠুন চক্রবর্তী: <br> উটি ও মাইসোরে রয়েছে তাঁর জনপ্রিয় রেস্তোরাঁ চেন। যার নাম ‘মোনার্ক হোটেল’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement