Rhea Chakraborty

বাড়ি খুঁজছেন

রিয়ার বাড়ির সমানে যথারীতি পাপারাৎজ়ির ভিড় ছিল। বেরনোর সময়ে তাঁদের উদ্দেশে অভিনেত্রী বলেন, ‘‘প্লিজ় আমাদের ফলো করবে না।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২১ ০০:০২
Share:

রিয়া চক্রবর্তী

রবিবার দিনভর মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলে বিভিন্ন বাড়ি ঘুরে বেড়াতে দেখা গেল রিয়া চক্রবর্তীকে। সঙ্গে ছিলেন তাঁর ভাই শৌভিক চক্রবর্তী। নতুন বাড়ি খুঁজছিলেন তাঁরা। সুশান্ত সিংহ রাজপুত মারা যাওয়ার পর থেকেই রিয়া আলোচনার কেন্দ্রে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়া, মাদক পাচার-সহ বেশ কিছু অভিযোগ ছিল অভিনেত্রীর বিরুদ্ধে। মাদক কাণ্ডের জন্য নারকোটিস কন্ট্রোল বুরো রিয়া এবং শৌভিককে গ্রেফতার করে। গত অক্টোবরে রিয়া জামিন পান। তার পর থেকে তাঁকে বাইরে সে ভাবে দেখা যায়নি। শৌভিক জামিন পেয়েছেন ডিসেম্বর মাসের গোড়ায়। এই প্রথম দুই ভাই বোনকে একসঙ্গে প্রকাশ্যে দেখা গেল।

Advertisement

রিয়ার বাড়ির সমানে যথারীতি পাপারাৎজ়ির ভিড় ছিল। বেরনোর সময়ে তাঁদের উদ্দেশে অভিনেত্রী বলেন, ‘‘প্লিজ় আমাদের ফলো করবে না।’’ জানা যাচ্ছে, রিয়া-শৌভিক পরপর বেশ কয়েকটি বাড়ি যান এবং ঘুরে দেখেন। আসলে পুরনো বাড়ি বদলাতে চাইছেন তাঁরা। বর্তমানে যেখানে থাকেন, সেখানে ছবি শিকারিদের ভিড় এবং প্রতিবেশিদের নেতিবাচক মনোভাবের কারণেই বাড়ি বদলের সিদ্ধান্ত বলে রিয়ার ঘনিষ্ঠদের বক্তব্য। কিন্তু সুশান্তের মৃত্যুকে কেন্দ্র করে রিয়ার ইমেজ জনমানসে এতটাই খারাপ হয়েছে যে, তাঁদের পক্ষে নতুন বাসস্থান খুঁজে পাওয়াও সমস্যার। পরিচালক রুমি জ়াফরির ‘চেহেরে’ ছবিতে রিয়ার কাজ করার কথা। রুমির কথায়, ‘‘রিয়া সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। মানসিক ভাবে এতটাই ভেঙে পড়েছে যে নতুন কিছু শুরু করতেও ওর সময় লাগবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement