এই সেই ছবি।— টুইটারের সৌজন্যে।
শুরুতেই একটা ইনফরমেশন। সতর্কীকরণও বলতে পারেন। যাঁদের কথা বলব, তাঁরা দু’জনেই একে অপরের বন্ধু।
এঁরা হলেন ঋষি কপূর এবং বাপ্পি লাহিড়ি।
তা আজ দু’জনে একসঙ্গে হেডলাইনে কেন?
খবরের মূলে রয়েছে একটি ছবি। যেটা ‘চিন্টু আঙ্কেল’ টুইটারে শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে একটি পাগ। কুকুরটির গলায় প্রচুর সোনালী চেন এবং মাথায় একটি টুপি। নীচে লেখা পাপ্পি লাহিড়ি! বলা বাহুল্য বাপ্পির গেটআপের সঙ্গে সাযুজ্য রেখে সাজানো হয়েছে কুকুরটিকে। তবে ক্যাপশনে ঋষি স্পষ্ট ভাবে লিখেছেন, ‘আমার বন্ধু যেন এটা খারাপ ভাবে না নেয়। আমার মনে হয় এটা খুব কিউট!’
৬৩ বছরের ঋষি ইদানিং এমন মজা প্রায়ই করে থাকেন। তাঁর ‘পাপ্পি লাহিড়ি’র ছবি পোস্ট করার পর টুইটারে হাসি, ঠাট্টা, বিদ্রুপ সবই হচ্ছে। কিন্তু বাপ্পির তরফ থেকে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি।
বাপ্পি কি রাগ করলেন?