Entertainment News

৯ বছর পর মিহির-তুলসীর হঠাৎ দেখা!

একটা সময় ছিল যখন লোকে টিভি মানেই বুঝত 'কিঁউ কি...'। সাড়ে দশটা মানেই পরিবারের ছোট থেকে বড় সকলেই হাজির হতেন টিভি পর্দার সামনে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৭ ১২:৪০
Share:

একটা সময় ছিল যখন লোকে টিভি মানেই বুঝত 'কিঁউ কি...'।

Advertisement

সাড়ে দশটা মানেই পরিবারের ছোট থেকে বড় সকলেই হাজির হতেন টিভি পর্দার সামনে। ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি' এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল। আর 'কিউকি সাস ভি কভি বহু থি' মানেই ছিল তুলসী। তুলসী আর মিহিরের পরিবার। সেই তুলসী-মিহির অর্থাৎ স্মৃতি ইরানি এবং রনিত রায়— দু’জনের আবার দেখা হল। তা-ও আবার বিমান সফরের সময়।

দু’জনের রিইউনিয়নের ছবি টুইটারে পোস্ট করলেন রনিত রায়। আর ছবি পোস্ট করা মাত্রই টুইটারে বহু মানুষ পুরনো আবেগে ভাসলেন। অনেকেই টুইট করে জানিয়েছেন, তাঁরা আবার দেখতে চান মিহির-তুলসী জুটিকে।

Advertisement

আরও পড়ুন, এই বলি তারকাদের বেস্ট ফ্রেন্ড কারা জানেন?

সিনেমা থেকে ব্রেক নেওয়ার পর রনিত বেশ কয়েকটা সিরিয়ালে অভিনয় করে আবার ফিরে এসেছিলেন। তার মধ্যে ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি' জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল। সৌজন্যে এই তুলসী-মিহির জুটি। একতা কপূর প্রযোজিত এই ধারাবাহিক ২০০০ থেকে ২০০৮ অবধি চলেছিল। মোট ১৮৩৩টি এপিসোড দেখানো হয়। তা-ই স্বাভাবিক ভাবেই মিহির তুলসীকে একসঙ্গে বহু দিন পর দেখে মানুষের উচ্ছ্বাসের পারদ বেড়ে ওঠাটাই স্বাভাবিক। রনিত রায় এখন ব্যস্ত সিনেমাতে। অমিতাভ বচ্চন অভিনীত 'সরকার থ্রি' তে দেখা যাবে তাঁকে। অন্য দিকে, স্মৃতি ইরানি ব্যস্ত তাঁর মন্ত্রীত্ব নিয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement