তনুশ্রীকে নিয়ে রোজ়লিনের বিস্ফোরক দাবি। ছবি: সংগৃহীত।
বাড়ির মধ্যেই হেনস্থা হচ্ছেন তনুশ্রী দত্ত। কিন্তু ঠিক কী হয়েছে, তা খোলসা করেননি অভিনেত্রী। ক্যামেরার সামনে অকাতরে কাঁদতে কাঁদতে শুধু জানিয়েছেন, তাঁর বাড়িতেই তাঁকে হেনস্থা করা হচ্ছে। মধ্যরাতে দরজায় ধাক্কা দেওয়া হচ্ছে। আবার কখনও প্রচণ্ড চিৎকার করা হচ্ছে আশপাশ থেকে। বাধ্য হয়ে পুলিশকে জানিয়েছেন তনুশ্রী। কিন্তু এই সব নাকি তিনি করছেন ‘বিগবস্’-এ ডাক পাওয়ার জন্য। দাবি করেছেন বিতর্কিত অভিনেত্রী রোজ়লিন খান।
তনুশ্রীর দাবি, গত চার পাঁচ বছর ধরে তিনি হেনস্থার শিকার হচ্ছেন। এই ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরেই রোজ়লিন দাবি করেছেন, প্রচার পাওয়ার জন্যই তনুশ্রী এই ভিডিয়ো করেছেন। ‘বিগবস্ ১৯’-এ সুযোগ পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন তিনি। দাবি রোজ়লিনের। তিনি একটি ভিডিয়োতে বলেছেন, “এ তো দেখছি কুমিরের কান্না। হ্যাশট্যাগ মিটুওয়ালি এসে গিয়েছে। নিজের জনসংযোগকারী দলকে বলুন, ওশিওয়ারা থানার উচ্চপদস্থ আধিকারিক খুবই ভাল। তিনি সব সমস্যার সমাধান করবেন। আপনি নিজেও চলে যেতে পারেন থানায়। যাই হোক, আপনার সুস্থতা কামনা করব আমরা সকলে।”
রোজ়লিন খোঁচা দিয়ে আরও বলেছেন, ‘বিগবস্’ কর্তৃপক্ষের উচিত তনুশ্রীকে প্রতিযোগী হিসেবে সুযোগ দেওয়া।
ভাইরাল হওয়া ভিডিয়োতে তনুশ্রী বলেছেন, “পাঁচ বছর ধরে হেনস্থার শিকার আমি। আমার শরীর খুব খারাপ। বাড়িতে কোনও সাহায্যের লোক নেই। একাই সব কাজ করি। কেউ আমাকে সাহায্য করুন।’’
উল্লেখ্য, ২০১৮ সালে শিরোনামে উঠে এসেছিলেন তনুশ্রী। সেই সময়ে তিনি অভিযোগ করেছিলেন, নানা পটেকর তাঁকে ‘হর্ন ওকে প্লিজ়’ ছবির সময়ে যৌন হেনস্থা করেছিলেন। বিষয়টি নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। তবে এই মামলায় ২০১৯–এই অব্যাহতি পান নানা পটেকর।