Celeb Gossip

প্রাক্তন প্রেমিককে ঠকিয়ে তাহসানকে বিয়ে করলেন রোজ়া! প্রকাশ্যে কোন বার্তা?

তাহসানকে বিয়ে করার পর বিড়ম্বনায় রোজ়া। প্রকাশ্যে গায়কের স্ত্রীর প্রাক্তন প্রেমিক। দিলেন কোন বার্তা?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৫
Share:

রোজ়া আহমেদ-তাহসান খান। ছবি: সংগৃহীত।

বছরশুরুতেই বিয়ে করেছেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক তাহসান খান। রূপটানশিল্পী রোজ়া আহমেদের সঙ্গে বিয়ে সারলেন তিনি। এটি তাহসানের দ্বিতীয় বিয়ে। অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলার সঙ্গে দীর্ঘ ১১ বছরের দাম্পত্য ছিল তাহসানের। ২০১৭ সালে দাম্পত্যে দাঁড়ি। ২০১৯-এর ডিসেম্বরে এ পার বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা। যদিও মেয়ে আয়রার অভিভাবকত্ব যৌথ ভাবেই পালন করছেন তাহসান-মিথিলা। তবু তাহসানের বিয়ের পর কটাক্ষের মুখে পড়তে হয় মিথিলাকে। টেনে আনা হয়েছে বর্তমান স্ত্রী রোজ়াকে। তাহসানের সঙ্গে বিয়ের পরই প্রকাশ্যে আসেন রোজ়ার প্রাক্তন। তাঁর দাবি রোজ়া নাকি তাঁকে ঠকিয়ে তাঁর থেকে অনেক বেশি সফল কাউকে বিয়ে করেছেন। রোজ়়া-তাহসানের বিয়ের পর গায়কের স্ত্রীর উদ্দেশে নাকি বার্তা দেন তাঁর প্রাক্তন প্রেমিক।

Advertisement

তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজ়ার প্রেমিক নাকি তাঁর সমাজমাধ্যমে লেখেন, ‘‘তুমি প্রতিষ্ঠিত কারও হাত ধরেছ। অথচ তুমি চাইলে আমিও প্রতিষ্ঠিত হতে পারতাম। তুমি যাঁর হাত ধরেছো তাঁকেও কেউ ছেড়ে চলে গিয়েছে। আজ সে তোমাকে সঙ্গী হিসাবে পেয়েছে। আমি হয়তো নীল তিমি হতে পারলাম না, কিন্তু আমিও তোমার মতো সুন্দরী কারওর হাত ধরব।’’ সমাজমাধ্যমে ভাইরাল রোজ়ার প্রেমিকের এই বার্তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। এ দিকে তাহসানের সঙ্গে নিজের সংসার গোছাচ্ছেন রোজ়া। দিন কয়েক আগে মলদ্বীপে মধুচন্দ্রিমা কাটিয়ে এসেছেন তাঁরা। দেশে ফিরে তাহসানের সঙ্গে একটি ভিডিয়োর শুটে ব্যস্ত তিনি। এখনও পর্যন্ত এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি তাহসানের বর্তমান স্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement