Directors Guild-Federation Conflict

সরস্বতী পুজোর আগে নতুন গুঞ্জন টলিপাড়ায়, এ বার বন্ধ হতে চলেছে সিরিজ়ের শুটিং?

সরস্বতী পুজোর দিন শুটিং শুরু করবেন বলে ঠিক করেছিলেন পরিচালক। শোনা যাচ্ছে, যথারীতি টেকনিশিয়ানেরা নাকি বেঁকে বসেছেন!

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৭
Share:

ফেডাররেশনের সঙ্গে ফের দ্বন্দ্বে পরিচালক সংগঠন? প্রতীকী ছবি।

টলিপাড়ায় এই নিয়ে পর পর তিন বার একই ঘটনা। প্রথমে কৌশিক গঙ্গোপাধ্যায়, দ্বিতীয় জয়দীপ মুখোপাধ্যায়, তৃতীয় জন সৃজিৎ রায়। দিন কয়েক আগে প্রকাশ্যে এসেছিল, কৌশিক এবং জয়দীপের শুটিং বন্ধ করে দিয়েছে ফেডারেশন। শনিবারের খবর, এ বার নাকি কোপ পড়তে চলেছে ধারাবাহিকের পরিচালক সৃজিতের ঘাড়ে। জি বাংলায় তাঁর ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ রমরমিয়ে চলছে। সরস্বতী পুজোর দিন তাঁর নতুন সিরিজ়ের শুটিং শুরু হওয়ার কথা ছিল। সিরিজ়টি দেখানো হবে হইচই ওয়েব প্ল্যাটফর্মে। তিনি নাকি কল টাইমও দিয়েছিলেন। এ বার বেঁকে বসেছেন শিল্প নির্দেশনা বিভাগের কর্মীরা। পরিচালককে তাঁরা সটান জানিয়ে দিয়েছেন, কাজ করবেন না।

Advertisement

একই ঘটনার পুনরাবৃত্তি, তা-ও কার্যত চুপ টলিপাড়া! টুঁ শব্দ করছে না পরিচালকদের সংগঠন ডিরেক্টর্স গিল্ড। ধীরে ধীরে কি শঙ্কা গ্রাস করছে টলিউডকে? পুরোটাই কি আরজি কর-কাণ্ডের প্রতিবাদের ফলাফল? না কি, ফেডারেশন সভাপতির বিরুদ্ধে মানহানির মামলা করার জেরেই এত গণ্ডগোল?

জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল সৃজিতের সঙ্গে। কিন্তু পরিচালকের ফোন বেজে গিয়েছে, সাড়া মেলেনি। নিশ্চুপ ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। কথা বলেছেন পরিচালক সংগঠনের সম্পাদক সুদেষ্ণা রায়। তাঁর কথায়, “আমাদের কেউ কিছুই জানাননি। তাই কিছু বলতে পারছি না। যদি কিছু শোনা যায়, বিষয়টি নিয়ে আলোচনা হবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement