Entertainment News

তৈমুরের নাম বদলাতে চেয়েছিলেন সইফ!

চরম বিতর্কর মুখে নাকি ছেলের নামই বদলে ফেলতে চেয়েছিলেন সইফ! হ্যাঁ, এ বার এমনই বিস্ফোরক স্বীকারোক্তি করলেন খোদ সইফ আলি খান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৭ ২০:০৩
Share:

চরম বিতর্কর মুখে নাকি ছেলের নামই বদলে ফেলতে চেয়েছিলেন সইফ! হ্যাঁ, এ বার এমনই বিস্ফোরক স্বীকারোক্তি করলেন খোদ সইফ আলি খান।

Advertisement

‘‘একটা সময় তৈমুরের নাম পরিবর্তনের কথাও ভেবেছিলাম আমি,’’ সম্প্রতি ‘রঙ্গুন’-এর প্রচারে একটি জনপ্রিয় টক-শোয়ে এসে এমনটাই জানালেন তিনি। তবে তাঁর এই সিদ্ধান্ত যে করিনার একেবারেই না-পসন্দ ছিল তাও স্বীকার করে নেন নায়ক।

জন্মের পর থেকেই নাম বিতর্কে খবরের শিরোনামে তৈমুর। কখনও সোশ্যাল মিডিয়ায় ট্রোলড, আবার কখনও স্বৈরাচারী শাসক তৈমুর লঙ্গের নাম অনুসারে ছেলের নাম রাখায় চরম বিতর্কের মুখে পড়েছিলেন সইফ-করিনা। আবার নিজের সন্তানের নাম রাখার স্বাধীনতাকে সমর্থন করে সেই সময় সইফিনার পাশেও দাঁড়িয়েছিল তামাম বলিউড। কিন্তু তাতেও বিতর্কের আগুনকে ধামা চাপা দেওয়া যায়নি।

Advertisement

হাসপাতাল থেকে বাড়ির পথে তৈমুর

তবে কী এই চাপের মুখেই শেষ পর্যন্ত ছেলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন সইফ?

সাক্ষাৎকারে নিজেই বললেন, ‘‘বিতর্কের জন্য ছেলের নাম বদলানোর কথা ভাবিনি। কিন্তু এটাও চাইনি যে, তৈমুর প্রথম থেকেই ‘আনপপুলার’ হয়ে বেড়ে উঠুক।’’

তা হলে শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে এলেন কেন সইফ? করিনাই তাঁকে এমনটা করতে নিষেধ করেছিল, তাও স্বীকার করে নেন ছোটে নবাব। তাঁর কথায়, ‘‘করিনা বলেছিল, মানুষ আমার সিদ্ধান্তকে সম্মান করে। কোনও হঠকারি সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না।’’

আরও পড়ুন: মেয়ে দ্বিতীয় আলিয়া হোক চান না সইফ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement