মলাইকার উপর সলমনের খবরদারি! ছবি: সংগৃহীত।
বিয়ের ১৮ বছর পর বিচ্ছেদের পথে হেঁটেছিলেন মলাইকা অরোরা ও আরবাজ় খান। কী কারণে এই বিচ্ছেদ, সেই প্রসঙ্গে কখনও মুখ খোলেননি তাঁরা। বিচ্ছেদের আগে একসঙ্গে শেষ কাজ করেছেন ‘দবং’ ছবিতে। সেই ছবির ‘মুন্নি বদনাম হুই’ গানে আসমুদ্রহিমাচল ঝড় তোলেন মলাইকা। ছবির ১৫ বছর পূর্তিতে মলাইকাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পরিচালক অভিনব কাশ্যপ।
‘মুন্নি বদনাম হুই’ গানে মলাইকার পোশাক নিয়ে নাকি আপত্তি তুলেছিলেন সলমন খান ও আরবাজ় খান। আরবাজ় নাকি এই গানে মলাইকাকে নেওয়ার ব্যাপারে রাজি ছিলেন না। অভিনব দাবি করেন, ‘‘এঁরা দুই ভাই মুখে যা-ই বলুন, সমাজের সামনে যা-ই দেখান, আদতে তাঁরা রক্ষণশীল মুসলিম। তাই তাঁরা চান, মেয়েদের শরীর ঢাকা থাকুক।”
মলাইকার পোশাক নিয়ে সলমনের সঙ্গে তাঁর মতবিরোধ হয় বলে দাবি অভিনবের। যদিও তিনি জানান, মলাইকা নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে পারেন। অভিনেত্রী গানটা শোনামাত্রই রাজি হয়ে যান। অভিনব জানান, আরবাজ় কখনওই চাননি তাঁর স্ত্রীকে ‘আইটেম গার্ল’ হিসাবে চিহ্নিত করা হোক। যদিও মলাইকাই রাজি করান তাঁকে। অভিনেত্রী আরবাজ়কে বোঝান, তিনি যেন আর পাঁচটা নাচের মতোই এটা দেখেন। অবশেষে সম্মতি দেন আরবাজ়।