Aryan Khan

‘কেউ বলির পাঁঠা নয়’, মাদক-কাণ্ড নিয়ে ফের আরিয়ানকে খোঁচা সমীর ওয়াংখেড়ের!

২০২১ সালে মাদক-কাণ্ডে আরিয়ান খানকে গ্রেফতার করেন সমীর। যদিও আরিয়ানের কাছ থেকে কোনও মাদক পাওয়া যায়নি। কেন গ্রেফতার করেছিলেন, সেই ব্যাখ্য়াই কি দিলেন সমীর?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১৯:১১
Share:

(বাঁ দিকে) আরিয়ান খান, সমীর ওয়াংখেড়ে (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখ-পুত্রের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ় ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’। সিরিজ়ের একটি চরিত্রের সঙ্গে দর্শক মিল পেয়েছে সমীর ওয়াংখেড়ের। চরিত্রটির মাধ্যমে এনসিবি-র প্রাক্তন আধিকারিককে নাকি খোঁচা দিয়েছেন আরিয়ান! এই অভিযোগে আরিয়ান ও শাহরুখের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলাও করেন সমীর। যদিও দিল্লি হাই কোর্ট সেই মামলা খারিজ করে দেয়। ফের আরিয়ানকে নিয়ে মুখ খুললেন সমীর!

Advertisement

২০২১ সালে মাদক-কাণ্ডে আরিয়ান খানকে গ্রেফতার করেন সমীর। যদিও আরিয়ানের কাছ থেকে কোনও মাদক পাওয়া যায়নি। সেই সময় অনেকেই বলেছিলেন, ‘বলির পাঁঠা’ করা হচ্ছে আরিয়ানকে। সেই প্রসঙ্গে ফের মুখ খুললেন প্রাক্তন এনসিবি কর্তা সমীর।

আরিয়ানের পরিচালিত ওয়েব সিরিজ়টি দর্শকমহলের অনেকেই পছন্দ করেছেন। এক বিশেষ বিবৃতিতে আরিয়ান জানিয়েছেন, জীবনে কোনও সমস্যা বা খারাপ কিছু হলেই তিনি একটি সংলাপের কথা মনে রাখার চেষ্টা করেন। তাঁর সিরিজ়েই রজত বেদীর মুখে রয়েছে সেই সংলাপ। সংলাপটি হল, “যে হেরে যায় আর যে হার মেনে নেয়, তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।” এই কথাটি তাঁকে সব সময় এগিয়ে যেতে উৎসাহ দেয় বলে জানান আরিয়ান।

Advertisement

সম্প্রতি একটি পডকাস্টে এসে সমীর বলেন, ‘‘মাদক না পাওয়া গেলে সে নিরাপরাধ, এমনটা ভাবাও ঠিক নয়। আর যদি কারও কাছে মাদক মেলে তবে সেটা তৈরি হয়েছে কোথায়, কারা এটা বিক্রি করেছে এই গোটা চেনটা ধরতে হয়। এই সবটাই তদন্তের অঙ্গ। তাই আইন মেনেই সেই মামলায় সবটা করা হয়েছিল। তাই কাউকেই বলির পাঁঠা করা হয়নি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement